প্রবল বৃষ্টিতে ১৪০ বছর পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী

ঋদ্ধীশ দত্ত |

Jun 30, 2021 | 11:58 PM

Kolkata: বর্ষণের জেরে বুধবার রাতে ভেঙে পড়ল বাগবাজারের একটি ১০০ বছরের পুরনো বাড়ির একাংশ।

প্রবল বৃষ্টিতে ১৪০ বছর পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: সন্ধ্যা বাড়তেই ঝেঁপে বৃষ্টি নেমেছিল শহরজুড়ে। ভ্যাপসা গরমে ঘণ্টাখানেকের মুষলধারে বর্ষণ শহরবাসীকে স্বস্তি দিল বটে। কিন্তু বড় দুর্ঘটনা ঘটে গেল বাগবাজারে। বর্ষণের জেরে বুধবার রাতে ভেঙে পড়ল বাগবাজারের একটি ১০০ বছরের পুরনো বাড়ির একাংশ। জীর্ণ বাড়িটির বারান্দা ভেঙে অনেকে আটকেও পড়েন। খবর পেয়ে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে গরাদ কেটে দিয়ে উদ্ধার করেন আটকে পড়া ব্যক্তিদের।

১৭বি বাগবাজার স্ট্রিটের এই বাড়িটির বয়স আনুমানিক ১৪০ বছর হবে, এমনটাই খবর স্থানীয় সূত্রে। এ দিন রাতে নাগাড়ে বৃষ্টি চলাকালীন রাত ৯ টা নাগাদ তিন তলা ওই বাড়ির বারান্দার অংশ ভেঙে আটকে পড়েন কমপক্ষে ১০ থেকে ১২ জন। বাসিন্দাদের আটকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার প্রতিনিধিরা। এরপর দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়। তারা এসে ভেঙে পড়া বাড়ির গ্রিল কেটে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেন। সূত্রের খবর, সকলেই অক্ষত রয়েছেন। দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের ৪০ মিনিটের প্রচেষ্টায় বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন: বিধানসভায় বিড়ম্বনায় মুকুল! বসতে হবে সুজনের সিটে, ঘিরে থাকবেন শুভেন্দুরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরনো বাড়িটিতে একসঙ্গে ৬ টি পরিবারের বসবাস। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাগবাজার থানার পুলিশও। বর্তমানে ওই বাড়ির অন্যান্য সদস্যদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। বিপজ্জনক বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।

আরও পড়ুন: অধিবেশন শুরুর দু’দিন আগেই দিল্লির বিমানে শুভেন্দু, কারণ ঠিক কী? বাড়ছে জল্পনা

Next Article