কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিতের বাড়িতে সিবিআই, রাজ্যের হিংসায় দায়ের ৯টি এফআইআর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 26, 2021 | 2:53 PM

Post Poll Violence: পুলিশ এতদিনে কত জনকে গ্রেফতার করেছে, কাদের গ্রেফতার করতে পারেনি, তা নিয়েও প্রশ্ন করা হয়।

কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিতের বাড়িতে সিবিআই, রাজ্যের হিংসায় দায়ের ৯টি এফআইআর
ঘটনাস্থল পরিদর্শনে সিবিআই আধিকারিকরা

Follow Us

কলকাতা: ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) তদন্তে সিবিআই (CBI)। আজ, ঘটনাস্থল পরিদর্শন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই বিশেষ টিম। ভোট পরবর্তী সময়ে কাঁকুরগাছিতে খুন হওয়া বিজেপি কর্মী অভিজিত্ সরকারের বাড়িতে যান সিবিআই কর্তারা। কথা বলেন তাঁর দাদা বিশ্বজিত্ সরকারের সঙ্গে। ভোট পরবর্তী হিংসা মামলায় দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে ৯টি এফআইআর রুজু করা হয়েছে। অর্থাত্ ৯টি এফআইআর-এর ভিত্তিতেই তদন্ত শুরু করলেন গোয়েন্দারা। তার মধ্যে রয়েছে কাঁকুরগাছির অভিজিত্ সরকার খুনের ঘটনাও। তদন্তে এটাই প্রথম তাঁদের ‘স্পষ্ট ভিজিট’।

সিবিআই-এর ফটোগ্রাফার এদিন ঘটনাস্থলের ছবি তোলেন। অভিজিতের বন্ধু তাঁকে ঘটনাস্থল চিহ্নিত করে দেন। কোথায় তাঁকে ফেলে পেটানো হয়েছিল, তার ছবি তোলা হয়। ঘটনাস্থলের পাশেই বিজেপির একটি পার্টি অফিস ছিল, সেখানে ভাঙচুর চালানো হয়েছিল। ছবি তোলা হয় তারও।

বৃহস্পতিবার অভিজিতের বাড়িতে যান সিবিআই-এর স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের ডিআইজি র্যাঙ্কের আধিকারিকরা। এদিন আবারও অভিজিতের দাদা বিশ্বজিতের থেকে গোটা ঘটনার বিবরণ নেন তদন্তকারীরা। সেদিন ঠিক কখন হামলা হয়েছিল, কোন দিক থেকে হামলা চালানো হয়েছিল, কত জন ছিল, তা পূর্ণ বিবরণ নেওয়া হয়।

পুলিশ এতদিনে কত জনকে গ্রেফতার করেছে, কাদের গ্রেফতার করতে পারেনি, তা নিয়েও প্রশ্ন করা হয়। বিষয়টি নিয়ে তদন্তকারীদের সামনে ক্ষোভ উগরে দিয়েছে অভিজিতের পরিবার। উল্লেখ্য, এদিন সিবিআই আধিকারিকরা যখন ঘটনাস্থলে আসছিলেন, তখন হোমিসাইড শাখার তদন্তকারীরাও আসতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা যায়, কেবল সিবিআই আধিকারিকরাই ঘটনাস্থল পরিদর্শন করেন। হোমিসাইড শাখার তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিতের পরিবারও।

তাঁদের অভিযোগ, হোমিসাইড শাখার তদন্তকারীরা তদন্তে পক্ষপাতিত্ব করেছেন। এদিন সিবিআই তদন্তকারীদের সামনে অভিজিতের দাদা বিশ্বজিত বলেন, ‘এটা পরিকল্পিত ঘটনা।’ সিবিআই গোয়েন্দারা দু’দফায় কথা বলেছেন বিশ্বজিতের কাছে।

সোমবারই বেলেঘাটায় নিহত বিজেপি কর্মী অভিজিত সরকারের দাদা বিশ্বজিতের সঙ্গে কথা বলেছেন সিবিআই কর্তারা। দু’ঘণ্টার কথোপকথনে কলকাতা পুলিশের বেশ কয়েকজন অফিসারের নাম তুলে ধরেছেন। তাঁদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তাঁরা। যে সময় অভিজিত্কে পিটিয়ে মারা হচ্ছিল, সে সময়ের কিছু ভিডিয়ো ক্লিপিং তদন্তকারীদের দেখান বিশ্বজিত্। বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নামও সিবিআই-এর কাছে জানিয়েছেন বিশ্বজিত্।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার ঘটনায় নিয়োগ করা হয়েছে সিবিআইয়ের ৮৪ জন তদন্তকারী অফিসারকে। টিম বেড়ে হয়েছে ১০৯ জন। অর্থাত্ ১০৯ জনের স্পেশ্যাল টিম ভোট পরবর্তী হিংসার তদন্ত সামলাবেন।

মোট ৮৪ জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। এছাড়া ২৫ জন কর্তা রয়েছেন এই দলে। জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার এই ২৫ জন অফিসার। ধর্ষণ, খুন মামলার তদন্তভার হাতে রয়েছে সিবিআই-এর ‘ক্যাপ্টেন কুল’ অখিলেশ সিং-য়ের। আরও পড়ুন: ২ শিক্ষিকার শরীরে বিষের মাত্রা বেশি! প্রশাসনের কাছে রিপোর্ট পেশ ফরেনসিক টিমের

Next Article