Mamata Banerjee: বদলে গেল পোস্টার! মমতার মিছিলের আগে বিতর্ক দলের অন্দরে
Mamata Banerjee: বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগকে সামনে রেখেই মিছিলে হাঁটবেন মমতা।

কলকাতা: দীর্ঘ সময় পর একসঙ্গে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল বলছে, ২০২৬-এর নির্বাচনের আগে বাঙালি অস্মিতায় শান দিতে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। আর সেই মিছিলের ঠিক আগেই নতুন বিতর্ক। বদলে দিতে হল পোস্টার।
আগামী ১৬ জুলাই, বুধবার শহরের রাস্তায় মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। একসঙ্গে হাঁটবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে যে পোস্টার দেখা যায় উত্তর কলকাতার রাস্তায়, সেখানে নেতা বা নেত্রী কারও ছবিই ছিল না। আর সেই পোস্টার সামনে আসার পর দলের অন্দরে বিতর্ক শুরু হয় বলে অভিযোগ ওঠে।
পরে সেই পোস্টার বদলে দেওয়া হয় ও সেখানে দেখা যায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সূত্রের খবর, সেখানেই মেটেনি বিতর্ক। যে পোস্টারে দুজনের কারও ছবি ছিল না, সেই পোস্টারই আবার প্রকাশ করা হবে। মিছিলের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার মধ্যে কেন এভাবে পোস্টার বদল? উঠছে প্রশ্ন।
বুধবার কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়ে মিছিল পৌঁছবে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। মিছিল শেষে বক্তৃতাও করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বক্তব্য রাখতে পারেন অভিষেকও। আগামী সোমবার তৃণমূলের বার্ষিক সমাবেশ। তার আগেই এই মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
