‘হাত’ ছেড়ে ঘাসফুলে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ, তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র অভিজিৎ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 05, 2021 | 4:37 PM

Abhijit Mukherjee join TMC: পার্থ চট্টোপাধ্যায় জানান, অভিজিৎ মুখোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

হাত ছেড়ে ঘাসফুলে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ, তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র অভিজিৎ
নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। সোমবার তৃণমূল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন দীর্ঘদিনের এই কংগ্রেস নেতা। তৃণমূলে যোগ দিয়ে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “দিদির অনুমতিতে, অভিষেকবাবুর অনুমতিতে আজ আমি এখানে হাজির। আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসাবে যোগদান করলাম। এক কংগ্রেস থেকে অন্য কংগ্রেসে। মূল থেকে তৃণে। কিন্তু কংগ্রেসেই আছি।”

কয়েকদিন ধরেই জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা নিয়ে নানা জল্পনা চলছিল। গত ৯ জুন প্রণব-পুত্র অভিজিৎ তাঁর জঙ্গিপুরের বাসভবনে তৃণমূলের জেলা সভাপতি, জঙ্গিপুরের সাংসদ-সহ একাধিক নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই জেলাজুড়ে জল্পনা ছড়ায়, তা হলে কি অভিজিৎও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে উদ্যত? এদিন সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

তৃণমূলে যোগ দিয়ে প্রণব-পুত্র স্মরণ করান, ২০১১ সালে সরকারি চাকরি ছেড়ে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সেই সময় রাজ্যজুড়ে বাম বিরোধী হাওয়া। ‘তার কাণ্ডারী ছিলেন মমতাদিদি’। তাঁর লড়াইয়ের জোরেই নলহাটিতে ৪৪ বছরের বাম দূর্গ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল কংগ্রেস। অভিজিতের কথায়, “ওই জয়ে আমার কোনও ক্যালিবার নেই। মমতাদিদি যে আঁধি তুফান উঠিয়েছিলেন সিপিএমের বিরুদ্ধে, তাতে আমি শামিল হয়েছিলাম, সওয়ার হয়েছিলাম এবং পারও হয়েছিলাম।”

এই ঘটনার রেশ ধরেই বিজেপিকে কটাক্ষ করেন অভিজিৎ মুখোপাধ্যায়। বলেন, “সম্প্রতি আমরা দেখেছি বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি এখানে প্রধান হওয়ার চেষ্টা করেছিল। সেটাকে মমতাদিদি রুখে দিয়েছেন। দেশের তাবড় প্রবীণ কংগ্রেস নেতাও তাঁর এই কৃতিত্বকে সম্মান জানিয়েছেন। আমি ব্যক্তিগত ভাবে মনে করেছি পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে যিনি পেরেছেন ভবিষ্যতে তাঁর নেতৃত্বে আরও অনেকের সহযোগিতায় গোটা ভারতবর্ষেই সেটা সম্ভব হবে।”

আরও পড়ুন: BJP KMC Abhijan: অগ্নিমিত্রা, মিহিররা গ্রেফতার, মিছিলে অংশই নিলেন না শুভেন্দু

এদিন কংগ্রেসের প্রতি খানিক উষ্মাও শোনা গেল প্রণব-পুত্রের গলায়। বললেন, “আমি বর্তমানে কংগ্রেসের প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক। কংগ্রেসের কোনও পদেই আমাকে রাখা হয়নি। প্রাথমিক সদস্যপদ ছাড়া। সেটাও তিন বছর পর পর সাধারণত ল্যাপস করে। নতুন কোনও রিনিউয়াল এখনও হয়ত হয়নি। আমি অনুগত সৈনিক হিসাবেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। দল যে ভাবে আমাকে কাজ করতে বলবে তাই করব।”

Next Article