ম্যারাপ বেঁধে ভোট, এমনও দেখতে পারে বাংলা

কোভিড পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় ইতিমধ্যেই নানা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে প্রশাসনকে।

ম্যারাপ বেঁধে ভোট, এমনও দেখতে পারে বাংলা
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Jan 20, 2021 | 4:40 PM

কলকাতা: কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব রাখতে বাড়ছে বুথের সংখ্যা। কিন্তু এই অতিরিক্ত বুথ কোথায় করা হবে তা নিয়ে নাজেহাল আধিকারিকরা। স্থায়ী ও সহায়ক বুথ মিলিয়ে রাজ্যে বিধানসভা নির্বাচনে মোট বুথ ১ লক্ষ ৭ হাজার। সূত্রের খবর, গ্রাউন্ড ফ্লোরে বুথ করার জন্য ইতিমধ্যেই জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। কিন্তু সে ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে স্থানাভাব। রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের আধিকারিক-কর্তারা সে কথা মানছেনও। সূত্রের খবর, দু’দিনের রাজ্য সফরে আসা কমিশনের ফুল বেঞ্চকে এ নিয়ে তাঁরা জানাবেন। সেক্ষেত্রে পূর্বের বিভিন্ন ভোটে বুথ কোথায় কীভাবে হয়েছিল, তার নানা হিসাব নিকেশকে হাতিয়ার করে তা বোঝাতে চান বিভিন্ন জেলা প্রশাসনের কর্তারা।

আরও পড়ুন: নেতাজীর জন্মজয়ন্তীতে সাক্ষাৎ হতে পারে মোদী-মমতার

মূলত দোতলা, তিনতলা বুথ রয়েছে উত্তর কলকাতা, হাওড়া শহরের একটা অংশ ও দক্ষিণ আলিপুরের একটা অংশে। এদিকে এসব এলাকায় বহু খোঁজ করেও গ্রাউন্ড বুথের জন্য জায়গা পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সহায়ক বুথ করা ছাড়া আর কোনও উপায় নেই। আর এখানেও বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।

কারণ, নিয়ম অনুযায়ী সহায়ক বা অক্সিলিয়ারি বুথ মূল বুথের পাশেই খুলতে হয়। কিন্তু সে জায়গা পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে প্যান্ডেলে তৈরি করে পরিস্থিতি সামালের চেষ্টা করতে পারেন আধিকারিকরা। প্যান্ডেল খাটিয়েই উত্তর কলকাতা, হাওড়া (শহর), হুগলি এবং দক্ষিণ কলকাতার কোথাও কোথাও উদযাপিত হতে পারে গণতন্ত্রের উৎসব।