নতুন প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট, রাজেশ বিন্দালকে গুরুদায়িত্ব রাষ্ট্রপতির

ঋদ্ধীশ দত্ত |

Apr 27, 2021 | 7:38 PM

১৯৮৫ সালে প্রথমবার আইনজীবী হিসাবে পেশাগত জীবনের সূচনা করেছিলেন রাজেশ বিন্দাল। আয়কর সংক্রান্ত মামলার বিশেষজ্ঞ আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন তিনি।

নতুন প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট, রাজেশ বিন্দালকে গুরুদায়িত্ব রাষ্ট্রপতির
ফাইল ছবি

Follow Us

কলকাতা: নতুন প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার আদালতের অন্যতম বরিষ্ঠ বিচারপতি রাজেশ বিন্দালকে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বেছে নেওয়া হয়েছে। আদালত সূত্রে খবর, আগামী ২৯ এপ্রিল থেকে নতুন দায়িত্ব নেবেন রাজেশ বিন্দাল। অন্যদিকে, সে দিনই অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন। আজ রাজেশ বিন্দালকে কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

১৯৮৫ সালে প্রথমবার আইনজীবী হিসাবে পেশাগত জীবনের সূচনা করেছিলেন রাজেশ বিন্দাল। আয়কর সংক্রান্ত মামলার বিশেষজ্ঞ আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন তিনি। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় মামলাতেও তিনি শীর্ষ আইনজীবী মহলের প্রথম সারির অংশীদার ছিলেন। এ ছাড়াও বিভিন্ন আয়কর দফতর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: ভ্যাকসিনের দামে ‘বৈষম্য’ কেন? কেন্দ্রের কাছে জানতে চায় শীর্ষ আদালত

প্রথমবার তিনি ২০০৬ সালে পঞ্জাব ও হরিয়ানার নিম্ন আদালতে বিচারক রূপে নিযুক্ত হন। প্রথমবার জম্মু কাশ্মীর হাইকোর্টে বিচারপতি পদে বদলি হয়েছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসেই কলকাতা হাইকোর্টে বদলি হন তিনি। এ বার হাইকোর্টের প্রধান বিচারপতির পদ পেলেন বিন্দাল।

আরও পড়ুন: এ বার বিজয় মিছিলে ‘না’, ফস্কা গেরোয় বজ্র আঁটুনি কমিশনের

Next Article