RG Kar Case: শেষ পর্যন্ত এল রাষ্ট্রপতির ই-মেল, কী বলছেন তিলোত্তমার মা-বাবা?
RG Kar Case: ফের রাত দখলের ডাক। আর এদিনই একটু হলেও মুখে হাসি ফুটল নির্যাতিতার পরিবারে। এল রাষ্ট্রপতির ই-মেল। এল পাশে থাকার আশ্বাস। তিলোত্তমার বাবা তাতে একটু আশ্বস্ত হলেও মা খুব একটা খুশি নন।

কলকাতা: একটানা আন্দোলনে রয়েছেন। সদ্য করে ফেলেন নবান্ন অভিযান। মেরে পুলিশ। বেধড়ক মেরেছে। অন্তত তেমনটাই অভিযোগ তিলোত্তমার মা-বাবার। তবু লড়াইয়ের রাস্তা থেকে সরে আসেননি। এরইমধ্য়ে ফের রাত দখলের ডাক। আর এদিনই একটু হলেও মুখে হাসি ফুটল নির্যাতিতার পরিবারে। এল রাষ্ট্রপতির ই-মেল। এল পাশে থাকার আশ্বাস। তিলোত্তমার বাবা তাতে একটু আশ্বস্ত হলেও মা খুব একটা খুশি নন।
খানিক আশার সঙ্গেই তিলোত্তমার বাবা বলছেন, “আজ রাষ্ট্রপতির কাছ থেকে একটা ভাল খবর পেয়েছি। রাষ্ট্রপতি বলেছেন ওনার আপ্ত সহায়ক আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন। আমাদের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি সমাধানের চেষ্টা করবেন। এখন একটু হলেও আশা জাগছে। এনারা আমাদের সহযোগিতা করলেও বিচারটা পেতে আমাদের সুবিধা হবে।” যদিও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী নিরাপত্তা নিয়ে ফের জোরাল প্রশ্ন তুলেছেন তিলোত্তমার মা।
বেশ খানিকটা ক্ষোভের সুরেই তিনি বলছেন, “একটুও ভরসা পাইনি। এতদিন আমার মেয়ের এমডি হয়ে যেত। ওর স্বপ্ন ছিল গোল্ড মেডেল পাব। ওর বিয়ে দিতাম। ওর একটা সুন্দর জীবন হত। কেন সেই নিষ্পাপ সুন্দর ফুলের মতো জীবনটা আমরা হারিয়ে ফেললাম? এর কৈফিয়ত কে দেবে আমাকে? ঠিক এরপরই তার সংযোজন, “আজ ১৫ অগস্টের পতাকা উঠবে রাস্তায়। কিন্তু আমরা কী মেয়েরা স্বাধীন? স্বাধীনতা যদি থাকত তাহলে আমাকে রাস্তায় থাকতে হত না। যেদিন এই দুর্নীতির শিকড় উপরে ফেলতে পারব, যেদিন মেয়েরা কাজের জায়গায় সুরক্ষিত থাকবে সেদিন বলব আমরা স্বাধীন।”
