AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Metro Rail Smart Card: দাম বাড়ল স্মার্টকার্ডের, কী ব্যাখ্যা দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ

Metro Rail Smart Card: মূল্যবৃদ্ধির বিষয়টি জানানোর জন্য বিভিন্ন মেট্রো স্টেশনে ইতিমধ্যেই ঘোষণা শুরু হয়েছে। পাশাপাশি ডিসপ্লে বোর্ডেও বিষয়টি উল্লেখ করা হয়ে ছে।

Metro Rail Smart Card: দাম বাড়ল স্মার্টকার্ডের, কী ব্যাখ্যা দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ
কলকাতা মেট্রো
| Edited By: | Updated on: May 30, 2023 | 1:30 AM
Share

কলকাতা: খরচ বাড়ছে মেট্রোর। এবার দাম বাড়ল স্মার্ট কার্ডের। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের খরচ বাড়লেও সুবিধাও হবে বেশি। তবে যে বিপুল সংখ্যক নিত্যযাত্রী যাতায়াত করেন, তাঁদের মাসের খরচ বাড়তে চলেছে।

১ জুন থেকে বর্ধিত দাম কার্যকর হবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগে ১২০ টাকা দিয়ে যে মেট্রোর স্মার্ট কার্ড কিনতে হত, তা এবার ১৫০ টাকা দিয়ে কিনতে হবে। তার মধ্যে ৮০ টাকা জমা থাকবে ডিপোজিট মানি হিসেবে। এর আগে ১২০ টাকার কার্ড থাকলে ৪৪ টাকা বার ব্যবহার করতে পারতেন যাত্রীরা। নতুন দাম কার্যকর হলে, ব্যবহারমূল্য বেড়ে হবে ৭৭ টাকা। অর্থাৎ বেশি সুবিধা পাবেন মেট্রো যাত্রীরা।

মূল্যবৃদ্ধির বিষয়টি জানানোর জন্য বিভিন্ন মেট্রো স্টেশনে ইতিমধ্যেই ঘোষণা শুরু হয়েছে। পাশাপাশি ডিসপ্লে বোর্ডেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র স্মার্ট কার্ডের চার্জ বৃদ্ধি প্রসঙ্গে জানিয়েছেন, এই নতুন সিদ্ধান্তের ফলে যাত্রীদের সুবিধা হল। ট্রাভেল ভ্যালু বাড়ল বলেই জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, মেট্রো কর্তৃপক্ষ মূলত এই সিদ্ধান্ত নিয়েছে খুচরোর সমস্যা কমানোর জন্য। ২০ টাকা খুচরো দিতে যাত্রীদের সমস্যা হত, তাই ১৫০ টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, কলকাতা মেট্রো শহরের অন্যতম লাইফলাইন হয়ে উঠছে। নতুন রুট চালু হওয়ার ফলে বেড়েছে যাত্রী সংখ্যা। আরও একাধিক রুট চালু হওয়ার কথা শীঘ্রই।