কলকাতা: বেসরকারি স্তরে প্রশিক্ষণের কলেজগুলিকে (Training Institutes) কড়া বার্তা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। প্রশিক্ষণের কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে কোনওরকম বেনিয়ম চলবে না। কোনওরকম বেনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। কোথাও কোনও বেনিয়ম চলছে কি না, তা তদন্ত করে দেখবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সঙ্গে এও জানানো হয়েছে, ভর্তি প্রক্রিয়া হবে শুধুমাত্র অনলাইন মাধ্যমেই। অফলাইনে কোনও ভর্তি প্রক্রিয়া চলবে না। মঙ্গলবার এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন পর্ষদ সভাপতি।
উল্লেখ্য, সম্প্রতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এক ট্রেনিং ইনস্টিটিউটের মালিক তাপস মণ্ডলের মহিষবাথানের অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাপস মণ্ডলের বাড়িতেও গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। কিন্তু সেই সময় তিনি বাড়ি ছিলেন না। আগামী ২০ অক্টোবর তাঁকে ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, তাপস মণ্ডলের যে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান ইডির স্ক্যানারে রয়েছে বলে সূত্রের খবর। এদিকে এক আন্দোলনরত চাকরিপ্রার্থীও অভিযোগ তুলেছেন, তিনি যখন তাপস মণ্ডলের ওই প্রতিষ্ঠানের অফিসে গিয়েছিলেন, সেই সময় তাঁর থেকেও টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁর। অভিযোগ উঠছে, ওই অফিস থেকেই নাকি হত চাকরির ডিলিং।
যদিও টিভি নাইন বাংলাকে এক একান্ত ফোনালাপে তাঁর অফিস থেকে চাকরির ডিলিং সংক্রান্ত যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তাপস মণ্ডল। তবে মানিক ভট্টাচার্যের সঙ্গে তাঁর যোগাযোগের কথা স্বীকার করেছেন তিনি। যদিও সংস্থার কাজকর্মের জন্যই সেই যোগাযোগ ছিল বলেই দাবি তাপস বাবুর। ঠিক এমনই এক পরিস্থিতির মধ্যে রাজ্যের বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউটগুলিকে সতর্ক করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানিয়ে দেওয়া হল, কোথাও কোনও বেনিয়ম থাকলেই কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে। এমনকী গোটা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইন মোডেই। অফলাইনে কোনও ভর্তি করানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।