Primary Teacher’s Recruitment: হাতে একদিন সময়, পোর্টালে আবেদন জানালেই শুরু হবে নিয়োগ, বিজ্ঞপ্তি শিক্ষা পর্ষদের
Primary Teacher's Recruitment: মঙ্গলবারের মধ্যে বাকি ২০ শতাংশ প্রার্থীদের আবেদন দাখিল করতে বলে সোমবার রাতে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ
কলকাতা: প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরুর দোরগোড়ায় শিক্ষা পর্ষদ। নির্ধারিত সময়ের আগেই কাউন্সেলিংয়ের জন্য আবেদন জানানোর পোর্টালের সূচনা করা হয়েছিল। সূত্রের খবর, ইতিমধ্যেই মেধা তালিকায় থাকা ৮০ শতাংশ চাকরিপ্রার্থী সেই পোর্টালে নিজেদের আবেদন জমা করেছেন। বাকি রয়েছেন কেবল ২০ শতাংশ। আগামিকাল, অর্থাৎ মঙ্গলবারের মধ্যে সেই ২০ শতাংশ প্রার্থীদের আবেদন দাখিল করতে বলে সোমবার রাতে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলেই দ্রুত নিয়োগপত্র দেওয়া শুরু করে দেওয়া যাবে উল্লেখ করা হয়েছে সেখানে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য আগামী ১৬ জুলাই থেকে পোর্টাল চালু করার কথা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের। এই পোর্টালের মাধ্যমেই অনলাইন কাউন্সেলিংয়ের জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। কিন্তু সময়ের অনেকটা আগেই শনিবার রাতে এই অনলাইন পোর্টাল চালু করে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। যার ৪৮ ঘণ্টার মধ্যেই মেরিট লিস্টে থাকা সকল প্রার্থীরা নিজেদের পছন্দের জেলা বেছে নিয়েছেন বলে জানানো হয়েছে সোমবারের বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, বাকি ২০ শতাংশ প্রার্থী যদি আগামিকালের মধ্যে অনলাইনে আবেদন করে দেন, তবে নিয়োগ প্রক্রিয়াও অবিলম্বে শুরু করে দেওয়া যায়।
প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সোমবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সেলিংয়ে পছন্দসই জেলার আবেদন করার জন্য পোর্টালটি এখন https://prim-tet.in এ উপলব্ধ রয়েছে। যদিও এই পোর্টাল কতদিন চালু থাকবে তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে ১৩ জুলাইয়ের মধ্যে যদি মেরিট লিস্টে থাকা সকলে আবেদন জানিয়ে দেন, তবে অবিলম্বে নিয়োগপত্র বিলির প্রক্রিয়া শুরু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আরও পড়ুন: SSC Upper Primary: ইন্টারভিউর বিজ্ঞপ্তি চলতি সপ্তাহেই? আশা দেখছে না রাজ্যের শিক্ষামহল