PM Modi: বাংলায় আসছেন মোদী, রাজভবনেই রাত্রিবাস

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Feb 28, 2024 | 10:02 PM

PM Modi: মোদী আগমণকে কেন্দ্র করে সাজ সাজ রব গোটা আরামবাগেই। তুমুল ব্যস্ততা শহরের পদ্ম কর্মীদের মধ্যে। জোরকদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। একই ছবি নদিয়ার কৃষ্ণনগরেও। সেখানেও তুমুল উন্মাদনা পদ্ম কর্মীদের মধ্যে।

PM Modi: বাংলায় আসছেন মোদী, রাজভবনেই রাত্রিবাস
নরেন্দ্র মোদী। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারে পদ্ম শিবিরের হয়ে ঝড় তুলতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাস ঘুরলেই বাংলায় পা দেবেন মোদী। তা নিয়েই এখন তুমুল উন্মদনা বঙ্গ বিজেপির অন্দরে। দুটি বড় জনসভার কথা রয়েছে আরামবাগ ও কৃষ্ণনগরে। বিজেপির পতাকায়, ফেস্টুনে মুড়ে ফেলা হচ্ছে দুই এলাকায়। ১ মার্চ প্রথমে মোদীর যাওয়ার কথা রয়েছে আরামবাগে। ওই দিন বিকাল তিনটে ৪৫ মিনিট থেকে সাড়ে চারটে পর্যন্ত সভার কথা রয়েছে আরামবাগে। তারপর চাপারে সোজা চলে আসবেন কলকাতায়। সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে যাবেন রাজভবনে। রাতে থাকার কথা সেখানেই। 

এদিকে মোদী আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব গোটা আরামবাগেই। তুমুল ব্যস্ততা শহরের পদ্ম কর্মীদের মধ্যে। জোরকদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। একই ছবি নদিয়ার কৃষ্ণনগরেও। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে হচ্ছে মোদীর সভার আয়োজন। মঞ্চ তৈরির পাশাপাশি এদিন দিনভর সেখানে দেখা গেল পূজা-অর্চনার ছবিও। গত লোকসভা নির্বাচনের আগেও এই নদিয়াতেই বড় সভা করেছিলেন মোদী। এবার ফের তার আসার খবরে জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, ২ মার্চ শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ রাজভবন থেকে বেরিয়ে হেলিকপ্টারে নদিয়ার উদ্দেশ্য়ে উড়ে যাবেন মোদী। সকাল ১০টা ২০ মিনিট নাগাদ নামার কথা কৃষ্ণনগর হেলিপ্যাডে। সেখান থেকে সোজা যাওয়ার কথা মূল সভাকেন্দ্রে। ১১টা ১৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত সেখানে সভা করার কথা রয়েছে তাঁর। ১২টা ১০ নাগাদ ফের কৃষ্ণনগর থেকে হেলিকপ্টারে উড়ে যাবেন পানাগড়ে। সেখান থেকে যাওয়ার কথা বিহারের গয়ায়। 

Next Article