কলকাতা: দীর্ঘ আট নির্বাচনের চার দফা ভোট শেষ। বাকি আরও চার। দ্বিতীয় ভাগে রাজ্যে প্রচারের উপর আরও জোর দিতে সংখ্যায় আরও বেশি সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আগামী কয়েকদিনে রাজ্যে আরও ৯ টি সভা করতে চলেছেন নমো। শনিবার রাজ্য থেকে ফিরে যাওয়ার পর আগামী সোমবার ফের বঙ্গে আসবেন তিনি।
সোমবার একুশের নির্বাচনী ময়দানে সম্ভবত প্রথমবার একই দিনে সভার হ্যাটট্রিক করবেন মোদী। বিজেপি সূত্রে খবর, ১২ এপ্রিল প্রথমে বর্ধমান, এরপর কল্যাণী এবং শেষে বারাসতে সভা করতে পারেন মোদী। এরপর থাকবে দিন পাঁচেকের বিরতি। আগামী ১৭ এপ্রিল ফের আসানসোলে আসবেন মোদী। সেখান থেকে উড়ে যাবেন গঙ্গারামপুরে। এর পর প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন ২২ এপ্রিল। মালদা ও মুর্শিদাবাদে জোড়া সভা করবেন তিনি।
ভোটের শেষভাগে কলকাতাকে পাখির চোখ করে আবারও আসবেন মোদী। কলকাতার বাকি আসনগুলিতে ২৬ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। সেই নির্বাচন উপলক্ষে ২৪ এপ্রিল প্রথমে দক্ষিণ কলকাতায় রোড শো করতে পারেন তিনি। এরপর বোলপুরে তাঁর সভা রয়েছে। প্রাথমিকভাবে যদিও ২৩ এপ্রিল কলকাতায় সভা করানোর পরিকল্পনা ছিল বিজেপির। তবে আপাতত তা স্থগিত রেখে রোড শো করার কথা স্থির হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও প্রাথমিকভাবে এই রোড শো করতে রাজি হয়েছেন বলে খবর বিজেপি সূত্রে।
আরও পড়ুন: ‘সাত জন্মেও আপনি হারাতে পারবেন না’, ‘দিদি’কে কড়া আক্রমণ মোদীর
চলতি বিধানসভা নির্বাচনে বাংলায় রেকর্ড সংখ্যক সভা করবেন নমো। ভোটবঙ্গে মোট ২৪ টি সভা করার কথা রয়েছে তাঁর। সেই সারিতেই প্রধানমন্ত্রীর ২২ তম সভা হওয়ার কথা ছিল দক্ষিণ কলকাতায়। কিন্তু শেষ মুহূর্তে সভার পরিকল্পনা বাতিল করে রোড শো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কোন রুটে তিনি এই রোড শো করবেন তা এখনও নিশ্চিত নয়। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে রুট নির্ধারিত করা হবে। শেষবার গত ৭ মার্চ ব্রিগেডে তিনি সভা করেছিলেন।
আরও পড়ুন: বাংলায় জিতছে বিজেপি, ‘স্বীকার’ করলেন প্রশান্ত কিশোরই, অডিয়ো টেপ ফাঁস বিজেপির