কলকাতা: কোচবিহারের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এ বার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। শনিবার তৃণমূলের পক্ষ থেকে কমিশনে গিয়ে নালিশ জানান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে সাংসদ সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন কমিশনে। সেখানে পৌঁছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তুলে সৌগত রায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে শো-কজ। আর যে বাহিনীগুলি চালালো তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া?”
একই সুর সুব্রত ও সুদীপের কণ্ঠেও। পঞ্চায়েত মন্ত্রী বলেন, “এই ঘটনা নজিরবিহীন। আমরা দেখছি প্রধানমন্ত্রী নিজে উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন। এটা কি চলতে পারে? প্রত্যক্ষভাবেই কেন্দ্রীয় বাহিনীকে প্ররোচনা দেওয়া হচ্ছে। নাহলে সংঘর্ষ ছাড়াই গুলি চলছে। এর কোনও যুক্তি নেই। কতগুলো নিরীহ মানুষ মারা গেল।” অন্যদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আট দফায় নির্বাচন। বাহিনী তো শান্তিরক্ষার জন্য। কিন্তু এই ঘটনার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে।
আরও পড়ুন: বুথ থেকে কেড়ে নিয়ে গিয়ে রাখা হয়েছিল গ্রামেরই একটি বাড়িতে! দেড় বছরের শিশুকে কোলে ফিরে পেলেন সেই মা
তৃণমূলের প্রতিনিধিদল ফিরে যাওয়ার পর কমিশনে হাজির হন বিজেপি নেতা স্বপন দাশগুপ্তও। তিনি বলেন, “ভাল ভোট হয়েছে। কিন্তু দুঃখজনক ঘটনা ঘটল শীতলকুচিতে। ভোটার লাইনে মায়ের সামনে ছেলেকে গুলি করা হল। কোনও উস্কানি ছিল না। অন্যদিকে, মাথাভাঙাতে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলা হল। তাঁদের বন্দুক ছিনতাই হল৷ গুলি চলল। চারজনের মৃত্যু হল।” স্বপনবাবুর আবেদন, পঞ্চম দফায় আর যাতে এই ঘটনার পুনারাবৃত্তি না হয়।
আরও পড়ুন: বাংলায় জিতছে বিজেপি, ‘স্বীকার’ করলেন প্রশান্ত কিশোরই, অডিয়ো টেপ ফাঁস বিজেপির
তৃণমূলের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে তিনি বলেন, “বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে চালায় না৷ এটা কমিশন চালায়। মমতা যা বলেছেন সেটার সঙ্গে সরাসরিএই ঘটনার যোগাযোগ রয়েছে।” যদিও গুলি চালানোর ঘটনা দুঃখজনক বলে দাবি করেছেন তিনি।