AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus Service Kolkata: তিন দিন বাস বন্ধ হয়ে যেতে পারে কলকাতায়?

Bus Service Kolkata: পরিবহণ বাঁচাও কমিটির মধ্যে রয়েছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্টারা রিজন বাস অ্যাসোসিয়েশন। কিন্তু কেন এই হুঁশিয়ারি?

Bus Service Kolkata: তিন দিন বাস বন্ধ হয়ে যেতে পারে কলকাতায়?
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: May 08, 2025 | 5:23 PM
Share

কলকাতা: পাঁচ দফা দাবিপূরণে ২২, ২৩, ২৪ মে বাস পরিষেবা বন্ধের হুঁশিয়ারি বেসরকারি বাস মালিকদের। মেয়াদ উত্তীর্ণ বাসের দু’বছরের সময়সীমা বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি, পুলিশি জুলুম-সহ পাঁচ দফা দাবি পূরণ করার আর্জি জানিয়ে ইতিমধ্য়েই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। ২০মে’র মধ্যে আবেদনে সাড়া না দিলে ২২, ২৩, ২৪ মে বাস পরিষেবা বন্ধের হুঁশিয়ারি পাঁচটি বেসরকারি বাস-মিনিবাস সংগঠনের মঞ্চ পরিবহণ বাঁচাও কমিটির।

পরিবহণ বাঁচাও কমিটির মধ্যে রয়েছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্টারা রিজন বাস অ্যাসোসিয়েশন। তাঁদের তরফে যৌথভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

এদিন সরকারি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সেক্রেটারি তপন বন্দ্যোপাধ্যায়, বাস-মিনিবাস অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রদীপ বসুদের। তাঁদের সাফ কথা, মেয়াদ উত্তীর্ণ বাসের ক্ষেত্রে ভাবনাচিন্তা করুক সরকার। অন্তত ২ বছর সময় বাড়াক সরকার। ২০১৮ সালের পর থেকে ভাড়া বাড়েনি। তাই ভাড়া বাড়ানো হোক। এই দাবিও তুলছেন তাঁরা। একইসঙ্গে পুলিশি ‘জুলুম’ বন্ধের বিষয়েও সরব হয়েছেন তাঁরা।