কলকাতা: স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) সংক্রান্ত বিষয়ে কলকাতা পুরনিগমের নয়া সিদ্ধান্ত। বেসরকারি হাসপাতালগুলিতে নতুন ফ্লোর বা তল তৈরির অনুমতি নিতে গেলে এবার পুরসভার নতুন সিদ্ধান্ত মানতে হবে। নতুন ফ্লোর বা তল তৈরি করলে সেখানে একটা ‘স্বাস্থ্যসাথী’ ব্লক বাধ্যতামূলকভাবে রাখতে হবে। কোনও স্বাস্থ্যসাথীর কার্ড থাকা রোগীকে ফেরানো যাবে না। পর্যাপ্ত চিকিৎসা করতেই হবে। ফের দেওয়া হয়েছে এই নির্দেশ।
একইসঙ্গে মেয়র অনুমোদনেও ভর্তি কোনও মুমূর্ষ দুঃস্থ রোগীকে ভর্তি করা যাবে এই ব্লকে। স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া মাস পিছু ১০ জন হৃদরোগে আক্রান্ত রোগীর চিকিৎসা করা যাবে এখানে। ওপেন হার্ট সার্জারি হোক বা জটিল হার্ট অপারেশন, হাসপাতালের তরফে এক লক্ষ টাকার বেশি বিল করা যাবে না। নির্দেশ এমনটাই।
যদি ওই হাসপাতালে ক্যানসার রোগীদের চিকিৎসা হয়, তাহলে মেয়রের অনুমোদন থাকা ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা করতে হবে। তবে সেটা মাসে প্রথম ১০ জন রোগীর। ১১ তম রোগীর ক্ষেত্রে চিকিৎসার ব্যয়ভারের ৪০ শতাংশ রোগীকে বহন করতে হবে। বাকি ৬০ শতাংশ বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষকে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলে, সেই রোগীর যদি গুরুতর বা জটিল রোগ হয়ে থাকে, তাহলে চিকিৎসার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন মেয়র পরিষদের বৈঠকে এই বিষয়টি অনুমোদন পেয়েছে বলে খবর। আগামী ১৯ জানুয়ারি কলকাতা পৌরসভার অধিবেশনে তা পাশ করানো হবে। এরপরই বিল্ডিং আইনে সংশোধনী এনে বেসরকারি হাসপাতালগুলিকে নতুন আইন সমেত নোটিশ পাঠিয়ে দেওয়া হবে। এদিন এমনটাই সিদ্ধান্ত হয়েছে কলকাতা পুরনিগমে।