TMC: জাতীয় দলের তকমা হারিয়ে যে যে সমস্যা তৃণমূলের ‘দুয়ারে’

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 11, 2023 | 2:03 PM

TMC: জানেন কি জাতীয় দলের তকমা হারানোয় কী কী অসুবিধার সম্মুখীন হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে?

TMC: জাতীয় দলের তকমা হারিয়ে যে যে সমস্যা তৃণমূলের ‘দুয়ারে’
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) হুঁশিয়ারি দিয়েছিলেন অনেকদিন আগেই। শেষ পর্যন্ত(National Party) তৃণমূলের (Trinamool Congress) জন্য সেই ‘অঘটন’ ঘটেই গেল সোমবারের সন্ধেয়। খোয়া গিয়েছে জাতীয় দলের  তকমা। আর তারপর থেকেই বিরোধীদের নাগাড়ে খোঁচা হজম করতে হচ্ছে রাজ্যের শাসক শিবিরকে। যদিও তৃণমূলের তরফেও পাল্টা জানানো হয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনে পথে লড়বে। তবে বিরোধীদের কটাক্ষ পিছু ছাড়ছে না। সামনে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের এই ‘ধাক্কা’ বঙ্গ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও চর্চা চলছে। কিন্তু জানেন কি জাতীয় দলের তকমা হারানোয় কী কী অসুবিধার সম্মুখীন হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলকে?

সমস্যা ১: কোনও রাজনৈতিক দল যখন জাতীয় দলের স্বীকৃতি পায়, তখন সেই দলটি কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকে। যেমন, এক্ষেত্রে দলীয় প্রতীক একটি বড় ইস্যু। যেমন তৃণমূলের ক্ষেত্রেই যদি দেখা যায়, দলের প্রতীক জোড়াফুল। কোনও দল জাতীয় দলের তকমা পেলে, সংশ্লিষ্ট দলটির জন্য একটি প্রতীক রিজার্ভ বা নির্দিষ্ট করা থাকে। সেক্ষেত্রে তৃণমূল যদি জাতীয় দল থাকত, তাহলে জোড়াফুল প্রতীকও রিজার্ভ থাকত। কিন্তু এখন আর তেমন থাকল না। যদিও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মণিপুরে দলের নাম ও প্রতীকে ভোট ময়দানে নামতে পারবে তারা। কিন্তু জাতীয় স্তরে দেখতে গেলে, জোড়াফুল প্রতীক আর তৃণমূলের জন্য রিজার্ভ থাকছে না।

সমস্যা ২: কোনও দল জাতীয় দলের স্বীকৃতি পেলে সেই দলটি সংশ্লিষ্ট রাজ্যের সরকারি পরিচালিত টেলিভিশন বা রেডিয়োও কোনও সম্প্রচারের জন্য নির্দিষ্ট সময় পেতে পারে। কিন্তু জাতীয় দলের তকমা হারানোর ফলে, সেই সুবিধা তৃণমূলের আর থাকছে না।

সমস্যা ৩: কোনও দল যদি জাতীয় দলের তকমা পায়, তাহলে নির্বাচন দিনক্ষণ স্থির করার ক্ষেত্রেও সংশ্লিষ্ট দলটির একটি গুরুত্বপূর্ণ ঘোষণা থাকে। যেমন নির্বাচনী বিধি তৈরিই হোক বা ভোটের দিনক্ষণ স্থির করার ক্ষেত্রেই হোক, জাতীয় দলগুলি একটি নিজেদের মতামত দিতে পারে। জাতীয় দল হওয়ার সুবাদে তৃণমূলের হাতেও এতদিন সেই সুবিধা ছিল। কিন্তু সোমবার সন্ধেয় ‘অঘটনের’ পর সেই সুযোগ হাতছাড়া হল তৃণমূলের।

প্রসঙ্গত, গতকাল তৃণমূল ছাড়াও সিপিআই ও শরদ পাওয়ারের এনসিপিও জাতীয় দলের তকমা হারিয়েছে। বর্তমানে দেশে জাতীয় দল হিসেবে থাকছে ছটি দল। কংগ্রেস, বিজেপি, সিপিএম, বিএসপি, এনপিপি এবং সাম্প্রতিক সংযোজন আম আদমি পার্টি। এখন পরবর্তী সময়ে তৃণমূল যদি আবার জাতীয় দলের স্বীকৃতি ফিরে পায়, তাহলে আবার উপরে উল্লেখিত সুযোগ সুবিধাগুলি পাবে।

Next Article