Pujoy Pulse: দেশপ্রিয় পার্ক সর্বজনীন ফুটছে ‘পুজোর পালস’-এ
Pujoy Pulse: দেশপ্রিয় পার্কের পুজোয় এবারের থিম হল, 'জ্যোতি'। অর্থাৎ অন্ধকার থেকে আলোয় উত্তোরণ। মণ্ডপের মধ্য দিয়ে থিমের সেই বার্তাই তুলে ধরা হয়েছে। আবার মণ্ডপের সঙ্গে মানানসই করে দেশপ্রিয় পার্ক সর্বজনীনের প্রতিমা করা হয়েছে সাবেকি আদলে।
কলকাতা: দেবীর বোধনের আগে থেকেই পুজোর উন্মাদনাকে বাড়িয়ে দিতে শুরু করেছিল ‘পালস ক্যান্ডি ও টিভি ৯ বাংলা’ পালস্ ট্যাবলো। পুজো শুরুর আগে থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক মণ্ডপে ঘুরছে ‘পালস ক্যান্ডি ও টিভি ৯ বাংলা’ পালস্ ট্যাবলো। এবার এই পালস্ ট্যাবলোতে অন্তর্ভুক্ত হয়েছে দেশপ্রিয় পার্ক সর্বজনীনও।
যত দিন যাচ্ছে, ততই থিম-নির্ভর হচ্ছে পুজো। শহর থেকে শহরতলিতে চলছে থিমের টক্কর। দক্ষিণ কলকাতার থিম-নির্ভর পুজোগুলির মধ্যে অন্যতম হল, দেশপ্রিয় পার্ক সর্বজনীন। প্রতিবছরের মতো এবারেও থিম ও প্রতিমায় নজর কেড়েছে দেশপ্রিয় পার্কের পুজো। ষষ্ঠীর সন্ধ্যা থেকেই ভিড় জমেছে দেশপ্রিয় পার্কের মণ্ডপে। অনেকে আবার ভিড় এড়াতে মহাসপ্তমীর সকালেই মণ্ডপে ভিড় জমিয়েছেন।
দেশপ্রিয় পার্কের পুজোয় এবারের থিম হল, ‘জ্যোতি’। অর্থাৎ অন্ধকার থেকে আলোয় উত্তোরণ। মণ্ডপের মধ্য দিয়ে থিমের সেই বার্তাই তুলে ধরা হয়েছে। আবার মণ্ডপের সঙ্গে মানানসই করে দেশপ্রিয় পার্ক সর্বজনীনের প্রতিমা করা হয়েছে সাবেকি আদলে। যা জ্যোতি থিমকে অন্য মাত্রায় উত্তীর্ণ করেছে। আর এই উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে টিভি ৯ বাংলা পুজোর পালস্ ট্যাবলো।