R G Kar: মিসলিড করেছেন! সুপ্রিম শুনানির আগেই মোক্ষম চাপ সন্দীপের

সুমন মহাপাত্র | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 16, 2024 | 3:21 PM

R G Kar: যদিও অভিজিৎ মণ্ডল সিবিআই-এর কাছে সেই কথোপকথনের বিষয়টি অস্বীকার করে গিয়েছেন। সিবিআই-এর তরফে দাবি করা হয়েছে, অভিজিৎও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। ওসি হিসাবে নিজের দায়িত্ব পালন করেননি।

R G Kar: মিসলিড করেছেন! সুপ্রিম শুনানির আগেই মোক্ষম চাপ সন্দীপের
সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ
Image Credit source: PTI

Follow Us

 কলকাতা:  মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। তার আগে বড় বিপদ বাড়ল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আর তার নেপথ্যে পলিগ্রাফ টেস্টের রিপোর্ট। সূত্রের খবর,  সিবিআইকে ‘মিসলিডিং’ করে তথ্য দিয়েছেন সন্দীপ ঘোষ। পলিগ্রাফ টেস্টের রিপোর্টে প্রশ্নের মুখে সন্দীপের বয়ান। জানা যাচ্ছে, তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনা ৯.৫৮ মিনিটে জানতে পারেন সন্দীপ ঘোষ। জানা যাচ্ছে, ঘটনার দিন সকাল ১০.০৩ মিনিট থেকেই বারবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সঙ্গে কথা বলেছেন সন্দীপ ঘোষ।

সিবিআই-এর তরফ থেকে আগেই দাবি করা হয়েছিল, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের সঙ্গে  ফোনে কথা হয়েছে। সেই কথোপকথনের প্রমাণ রয়েছে সিবিআই-এর হাতে। রবিবারের শুনানি শিয়ালদহ আদালতে সে বিষয়টি উল্লেখ করেছেন সিবিআই-এর আইনজীবী।

যদিও অভিজিৎ মণ্ডল সিবিআই-এর কাছে সেই কথোপকথনের বিষয়টি অস্বীকার করে গিয়েছেন। সিবিআই-এর তরফে দাবি করা হয়েছে, অভিজিৎও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। ওসি হিসাবে নিজের দায়িত্ব পালন করেননি।

এই খবরটিও পড়ুন

সিবিআই-এর আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন,  “CDR-এ সন্দীপের সঙ্গে কথোপকথন আছে। এরমধ্যে ষড়যন্ত্র থাকতে পারে এর পিছনে। আমরা সত্যি সামনে আনতে চাই। আমরা সন্দীপ ও অভিজিৎকে মুখোমুখি জেরা করতে চাই।” সিবিআই-এর তরফে সওয়াল করা হয়, “আমরা অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছি। তিনি সকাল ১০টায় খবর পান। ১১টার সময় যান। সময়ের ব্যবধান রয়েছে।”

সুপ্রিম কোর্টের শুনানির আগে সিবিআই-এর এই বক্তব্য সন্দীপের ওপর আরও চাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

Next Article