প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 08, 2021 | 12:07 PM

Rachhpal Singh : বেশ কিছু দিন ধরে শ্বাস কষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। পাশাপাশি ডায়ালাইসিস চলছিল।

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী
প্রয়াত প্রাক্তন মন্ত্রী রচপাল সিং

Follow Us

কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আইপিএস রচপাল সিং (Rachhpal Singh)। বয়স হয়েছিল ৭৮ বছর।

বেশ কিছু দিন ধরে শ্বাস কষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। পাশাপাশি ডায়ালাইসিস চলছিল। মঙ্গলবার শ্বাস কষ্ট একটু বেশি হয়। সে কারণে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ভোর ৪:৩০ টা নাগাদ রাচপাল সিংয়ের মৃত্যু হয়।

প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। তিনি রাজ্য সরকারের পর্যটন দফতর এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী ছিলেন। ওয়েষ্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রচপাল সিং দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময়েই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তিনি। ১৯৭৪ ব্যাচের এই আইপিএস সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরই তৃণমূলে যোগ দেন। বাম আমলে সরকার ঘনিষ্ঠ পুলিশ কর্তাদের বড় পদে নিয়োগের বিষয়ে একাধিকবার সোচ্চার হয়েছিলেন রচপাল সিং।

আরও পড়ুন: দেবাঞ্জন-সনাতনের ৪ উত্তরসুরী! ডিএসপি পরিচয় দিয়ে শহরে ৩৫ লক্ষ টাকার ‘প্রতারণা’

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলগিন রোডের গুরু দ্বারা নিয়ে যাওয়া হবে প্রাক্তন মন্ত্রীর দেহ। এরপর কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Next Article