Raid: বৃষ্টিভেজা কাকভোরে হেভিওয়েট মন্ত্রীর ভাইয়ের বাড়িতে বাজল কলিং বেল! ইডি-সিবিআই নয়, ভোট আবহে এবার নজর অন্য কেন্দ্রীয় এজেন্সির

সুজয় পাল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 20, 2024 | 10:42 AM

Raid: মন্ত্রীর ভাইয়ের বাড়ির সামনে এখন তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন। বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু গড়মিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে।

Raid: বৃষ্টিভেজা কাকভোরে হেভিওয়েট মন্ত্রীর ভাইয়ের বাড়িতে বাজল কলিং বেল! ইডি-সিবিআই নয়, ভোট আবহে এবার নজর অন্য কেন্দ্রীয় এজেন্সির
স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দফতরের হানা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: লোকসভা নির্বাচনের আবহের মাঝেও কেন্দ্রীয় এজেন্সির হানা অব্যাহত। শাসকমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। একেবারে কাকভোরেই দরজায় টোকা। বৃষ্টিভেজা ভোরে সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আয়কর দফতরের আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান। কেবলমাত্র স্বরূপ বিশ্বাসের বাড়িতে নয়, কলকাতার আরও ২ প্রমোটারের বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। ট্যাক্সের বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখছেন আয়কর আধিকারিকরা। ট্যাক্স সঠিকভাবে না দেওয়ার অভিযোগ রয়েছে।

মন্ত্রীর ভাইয়ের বাড়ির সামনে এখন তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন। বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু গড়মিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে। আর সে কারণেই এই তল্লাশি। স্বরূপ এলাকায় দাপুটে তৃণমূল নেতা। যাতে কোনওভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকা ঘিরে রেখেছেন।

এদিনের আয়কর হানা প্রসঙ্গে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর বক্তব্য, “আসলে এটাই পরিষ্কার করে দিচ্ছে, বিজেপি ম্যাচ হেরে গিয়েছে। আসলে বিজেপি যখন হেরে যায়, তখন দাঁত-নখ বার করে। কালকেই দেখা গিয়েছে, লোকপাল মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। এই বিষয়গুলো অত্যন্ত স্বচ্ছভাবে সবটা বলে দিচ্ছে। বিজেপি আসলে ল্যাজে-গোবরে হচ্ছে।”

Next Article