Railway: শিয়ালদহ ডিভিশনে মহিলা যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত রেলের

Sayanta Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 27, 2025 | 1:41 PM

Railway: শিয়ালদহ বিভাগ ভারতের ব্যস্ততম রেলওয়ে জংশনগুলির মধ্যে একটি, যেখানে প্রতিদিন গড়ে ১৫-১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। শিয়ালদহ মেইন, উত্তর ও দক্ষিণ শাখায় প্রচুর মহিলা যাত্রী নিয়মিত যাতায়াত করেন।

Railway: শিয়ালদহ ডিভিশনে মহিলা যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত রেলের
শিয়ালদহ লাইনে মহিলা কামরার সংখ্যা বাড়বে
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  মহিলা যাত্রীদের ক্রমবর্ধমান চাপকে সামাল দিতে শিয়ালদহ বিভাগ সিদ্ধান্ত নিয়েছ, শহরতলি শাখায় চলাচলকারী ৩ ফেজ ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) রেকে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের সংখ্যা বাড়ানো হবে।
বর্তমানে প্রতিটি ইএমইউ লোকালে মহিলাদের জন্য দুটি কোচ সংরক্ষিত রয়েছে, যা বিশেষত অফিস সময়ে মহিলাদের ভিড় সামলাতে যথেষ্ট নয়। বর্তমানে কিছু মাতৃভূমি লোকাল চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও যাত্রীসংখ্যা বৃদ্ধির কারণে এটি আরও প্রসারিত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই যথাযথ বিশ্লেষণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, ৩ ফেজ ইএমইউ রেকের প্রতিটি ট্রেনে দ্বিতীয় কোচের পাশাপাশি তৃতীয় কোচের একটি অংশও শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

শিয়ালদহ বিভাগ ভারতের ব্যস্ততম রেলওয়ে জংশনগুলির মধ্যে একটি, যেখানে প্রতিদিন গড়ে ১৫-১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। শিয়ালদহ মেইন, উত্তর ও দক্ষিণ শাখায় প্রচুর মহিলা যাত্রী নিয়মিত যাতায়াত করেন। সাম্প্রতিক সময়ে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায়, মহিলা যাত্রীদের সংখ্যা যথেষ্ট বেড়েছে। তাই অতিরিক্ত মহিলা কোচ সংযোজন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

আগে ৯ বগির ইএমইউ লোকাল ট্রেনগুলিতে ২টি মহিলা কোচ ছিল। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এবং মহিলাদের আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে, নতুন ১২ বগির ইএমইউ ট্রেনে এবার থেকে ৩টি মহিলা কোচ সংযুক্ত করা হবে।

এই নতুন ব্যবস্থা যাত্রী প্রবাহকে আরও সুসংগঠিত করবে, ট্রেনের ভিড় কমাবে এবং সামগ্রিক রেল পরিচালনাকে আরও উন্নত করবে। এছাড়াও, অতিরিক্ত মহিলা কোচ চালু হলে মহিলারা আরও স্বাধীনভাবে ও নিরাপদে যাতায়াত করতে পারবেন এবং যৌন হয়রানির ঝুঁকি কমবে।