Railways Ranking: রেলের এই তালিকায় ৮টি জাপানি স্টেশন, ভারতের স্থান দেখলে অবাক হবেন অবশ্যই!
World Railways: বিশ্বের রেল মানচিত্রে একচ্ছত্র আধিপত্য কিন্তু জাপানের। প্রথম দশটির মধ্যে আটটিই জাপানের স্টেশন। এ ছাড়াও প্রথম সাতটি স্টেশনও জাপানের। জাপানের বিরাট রেল নেটওয়ার্ক ও তাঁদের দক্ষতা চোখে পড়ার মতো। তাহলে এই তালিকায় কোথায় আমাদের দেশ?

জাপান হোক বা ভারত, গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। কিন্তু কিছু এমন স্টেশন রয়েছে যেখান দিয়ে কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন। গ্লোবাল স্ট্যাটিস্টিকস রিসার্চ ২০২৪ জানাচ্ছে, বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন কোনগুলো।
বিশ্বের রেল মানচিত্রে একচ্ছত্র আধিপত্য কিন্তু জাপানের। প্রথম দশটির মধ্যে আটটিই জাপানের স্টেশন। এ ছাড়াও প্রথম সাতটি স্টেশনও জাপানের। জাপানের বিরাট রেল নেটওয়ার্ক ও তাঁদের দক্ষতা চোখে পড়ার মতো।
টোকিওর শিনজুকু স্টেশন প্রতিদিন ৩১ লক্ষ ৮০ হাজার যাত্রী সামলায়। এটিই বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন। এর ঠিক পরেই রয়েছে শিবুয়া স্টেশন, যেখানে দৈনিক যাত্রী সংখ্যা ২৮ লক্ষের বেশি। এ ছাড়াও জাপানেরই ইকেবুকুরো স্টেশন দিয়ে দৈনিক যাতায়াত করেন ২৩ লক্ষ ১০ হাজার মানুষ।
কিন্তু বিরাট বিরাট রেল স্টেশনের তালিকায় ভারত কোথায়?
যাত্রী পরিবহনের তালিকায় বিশ্বের প্রথম দশটি স্টেশনের মধ্যে রয়েছে আমাদের গর্বের হাওড়া স্টেশনও। এই স্টেশন ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল টার্মিনাল। দৈনিক প্রায় ১০ লক্ষ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। আর সেই কারণেই হাওড়া বিশ্বের ব্যাস্ততম স্টেশনের তালিকায় রয়েছে অষ্টম স্থানে।
জাপানের রেল ব্যবস্থার সঙ্গে আমাদের দেশের রেল ব্যবস্থার আরও ভাল করে বললে গণপরিবহণ ব্যবস্থার তুলনা টানা মানে যে বোকামি সে তো আমরা জানি। তবুও ১২০ কোটির দেশে আরও অনেক বড় বড় স্টেশন থাকলেও এই তালিকায় একমাত্র উজ্জ্বল উপস্থিতি হাওড়া স্টেশনের। আসলে, আমাদের দেশে রেল পরিকাঠামোর যে ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তারই প্রমাণ দিচ্ছে এই তালিকা। আগামীতে পরিকাঠামো আরও ভাল হবে, আরও দ্রুত এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছে যাবে আমাদের সাধের বন্দে ভারত। আর তেমন হলে দেশের অন্যান্য স্টেশনগুলোতেও বাড়বে যাত্রীসংখ্যা। আর এই তালিকায় হাওড়ার সঙ্গে হয়তো থাকবে আরও অনেক স্টেশনও।
