কলকাতা: অভিজাত রিসর্টে গণধর্ষণ কাণ্ডে AQ6 ‘এস্টেট মালিককে’ তলব। রাজারহাট অভিজাত রিসর্টে গণধর্ষণের ঘটনায় রিসর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সুপারভাইজার এবং রিসটের এস্টেট ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে যাবে ফরেনসিক সাইন্স এন্ড ল্যাবরেটরির দল। সূত্রের খবর, গোটা ঘটনার তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে তদন্তকারী আধিকারিকদের। কারণ যেদিন গণধর্ষণের ঘটনা ঘটেছিল তারপরের দিন ঘটনাস্থলে আরও একটি বার্থডে পার্টি চলছিল। সে ক্ষেত্রে সেই এ কিউ সিক্স ঘরটির পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অধিকাংশ ক্ষেত্রেই মেলেনি বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, গত ৯ নভেম্বর রাজারহাটের একটি রিসর্টে রুম ভাড়া করা হয়েছিল জন্মদিনের পার্টি করার জন্য। সেই পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওই রিসর্টে গণধর্ষণ কাণ্ডে ধৃতদের শারীরিক পরীক্ষা করানো হয় রবিবারই।
এই ঘটনায় মূল অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখছে গোয়েন্দা শাখার তদন্তকারী আধিকারিকরা। কারণ শুভম ফেরিওয়ালের বান্ধবীর বান্ধবী ছিলেন এই নির্যাতিতা। এক জনের জন্মদিনে বন্ধু ও তাঁর বান্ধবীর আমন্ত্রণ ছিল। কিন্তু নির্যাতিতার কোনও আমন্ত্রণ ছিল না বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেক্ষেত্রে তিনি কেন সেই জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তাঁকে নিয়ে যাওয়ার কথা কে বলেছিলেন? নির্যাতিতার বয়ান অনুযায়ী, তাঁকে মাদক খাইয়ে অচৈতন্য করা হয়েছিল। সংজ্ঞাহীন করার জন্য মাদকের সঙ্গে কী মেশানো হয়েছিল? কোথা থেকে তা কেনা হয়েছিল? সমস্ত বিষয়ের তথ্য পেতে মরিয়া গোয়েন্দা শাখার তদন্তকারী আধিকারিকেরা।