কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। রামনবমীর পোস্টার ঘিরে বিতর্ক। উত্তর কলকাতার একাধিক জায়গায় পড়েছে পোস্টার।
আর এই পোস্টার ঘিরে তুঙ্গে রাজ্য-রাজনীতি। বিষয়টিকে ইস্যু করেছে শাসকদল। শাসকমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলেন, “এখন দেখছি, ওরা একটা নতুন ইস্যু তৈরি করছে। সাম্প্রদায়িকতার ইস্যু। কিন্তু এখন এটাতে খুব বেশি লাভ হবে না। এভাবে ভোট পাওয়া যায় না।”
যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি যদি কারোর বিয়েতে যাই, তাহলে সেটা রাজনৈতিক অনুষ্ঠান হতে পারে না। আমাকে যদি ডাকে রামনবমীর মিছিলে হাঁটতে। তাহলে অবশ্যই হাঁটব। একজন হিন্দু হিসাবে অবশ্যই হাঁটব। আমরা যে জয় শ্রী রাম বলি, এটা কোনও ধার্মিক স্লোগান নয়। ভুল করে ওরা।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাজ্যে বিধানসভা ভোটের দিকে নজর রেখে হিন্দুত্বের সুর চড়িয়েই চলেছে বিজেপি। পাল্টা প্ররোচনার অভিযোগে সরব শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিরোধী দলনেতা হলেও শুভেন্দু আগেই ঘোষণা করেছেন, তিনি শুধু হিন্দু ভোটে জিতেছেন। সকলের নন, তিনি শুধু হিন্দুদেরই বিধায়ক! ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপির হয়ে হিন্দুত্বের ইস্যুতে তাপ বাড়াচ্ছে রাজনৈতিক দল। এবার রামনবমীর পোস্টার ঘির বিতর্ক দানা বাঁধল।