কলকাতা: বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস। সন্ন্যাসীর গ্রেফতারির পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে কট্টরপন্থীদের বিরুদ্ধে। এবার ময়দানে রামকৃষ্ণ মিশন। জেলবন্দি সন্ন্যাসীর মুক্তির দাবিতে মহম্মদ ইউনূসের সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মিশন।
কী লেখা হয়েছে সংশ্লিষ্ট চিঠিতে?
রামকৃষ্ণ মঠ ও মিশন আশা করছে চিন্ময়কৃষ্ণ দাসকে জেল মুক্তি দিলে ইউনূস সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। রামকৃষ্ণ মঠ আশা করছে এই নিয়ে মহম্মদ ইউনূসের সরকার দ্রুত পদক্ষেপ করবে ও ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির পর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর হেনস্থার অভিযোগ ওঠে সেদেশের কট্টরপন্থীদের বিরুদ্ধে। হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে, মহিলাদের নির্যাতন বাদ যাচ্ছে না কিছুই। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশে ফের আক্রান্ত হয়েছে ইসকন। পুড়িয়ে দেওয়া হল ইসকনের নামহট্ট সেন্টার। এমনটাই অভিযোগ এনেছেন ইসকন কলকাতার সহ সভাপতি রাধারমণ দাস। এমনকী সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই এবার ময়দানে রামকৃষ্ণ মিশন।