কলকাতা: রেললাইনের রক্ষণাবেক্ষণের আগামী ২৪ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে নৈহাটি, ব্যান্ডেলে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানানো হয়েছে রেলের তরফে। তবে এরইমধ্যে এদিন সন্ধ্যা থেকে রানাঘাট বনগাঁ শাখায় ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে। সূত্রের খবর, সন্ধ্যা ৬টা ১০ থেকে চলছে সমস্যা। থমকে গিয়েছে একাধিক লোকাল (Local Train Problem)। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ওভারহেডের পাওয়ার সমস্যার জন্যই এমনটা হয়েছে বলে জানাচ্ছে রেল।
সূত্রের খবর, এদিন সন্ধ্যা নাগাদ রানাঘাট-বনগাঁ শাখায় রেলের ওভারহেডের তারে কিছু সমস্যা দেখা যায়। তার জেরে মাঝপথেই থমকে যায় ৩৩৭৩১ রানাঘাট-বনগাঁ লোকাল ও ৩৩৭৩২ বনগাঁ-রানাঘাট লোকাল। শেষে ট্রেন দুটিকে রানাঘাট-মাঝেরগ্রাম ও বনগাঁ-মাঝেরগ্রামের মধ্যে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত মেরামতির কাজ শুরু করেন রেল কর্মীরা। কাজের জন্য বেশ কিছুক্ষণ রানাঘাট-মাঝেরগ্রামের মধ্যে পাওয়ার ব্লকও হয়। এদিকে অফিস ফিরতি সময়ে এ ঘটনায় চরম দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। যদিও তার জন্য ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। অন্যদিকে আগামী শনিবার থেকে রেল লাইনের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হতে চলেছে ব্যান্ডেল ও নৈহাটি স্টেশনের মধ্যে। সে কারণে আবার ২৭ জুন, ৩০ জুন, ৪ জুলাই ও ৭ জুলাই বাতিলের খাতায় থাকছে 37536, 37538 ব্যান্ডেল লোকাল। বাতিল থাকছে এই তিন দিন নৈহাটি থেকে ছাড়া 37535, 37537 ডাউন লোকাল।