AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Jagannath Mandir: দিঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলছে কবে, জানিয়ে দিলেন মমতা

Digha Mandir: মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এমতাবস্থায় তাড়াহুড়ো করে মন্দির উদ্বোধনের পক্ষে সায় ছিল না অনেকেরই। শুক্রবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, এ বছর মন্দিরের নির্মাণকাজ সমাপ্ত হচ্ছে না। তাই আগামী বছর থেকে দিঘায় জগন্নাথ মন্দির থেকেও রথযাত্রা হবে। এই মন্দিরের একটি ভিডিয়োও শেয়ার করেছিলেন তিনি।

Digha Jagannath Mandir: দিঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলছে কবে, জানিয়ে দিলেন মমতা
দিঘার জগন্নাথ মন্দিরের নির্মাণ চলছে। Image Credit: X
| Edited By: | Updated on: Jul 05, 2024 | 3:22 PM
Share

কলকাতা: সমস্ত জল্পনার অবসান। ৭ জুলাই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে না বলে এক্স হ্যান্ডেলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এমতাবস্থায় তাড়াহুড়ো করে মন্দির উদ্বোধনের পক্ষে সায় ছিল না অনেকেরই। শুক্রবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, এ বছর মন্দিরের নির্মাণকাজ সমাপ্ত হচ্ছে না। তাই আগামী বছর থেকে দিঘায় জগন্নাথ মন্দির থেকেও রথযাত্রা হবে। এই মন্দিরের একটি ভিডিয়োও শেয়ার করেছিলেন তিনি।

আগামী ৭ জুলাই রথযাত্রা। ইতিমধ্যেই বিভ্রান্তি ছড়িয়েছে এই রথের দিনই মন্দিরের দ্বার খুলতে পারে। কেউ কেউ আবার বলছেন, এ বছরই হয়ত একেবারে পুরীর আদলে রথযাত্রাও হতে পারে দিঘায়। এমনও শোনা যাচ্ছে, রথযাত্রাকে সামনে রেখে চলতি সপ্তাহান্তে দিঘায় হোটেল পাওয়াই দুষ্কর হচ্ছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস কিংবা কাণ্ডারী এক্সপ্রেসের টিকিট নিয়েও টানাটানি।

এরইমধ্যে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের আদলে পশ্চিমবঙ্গের দিঘায় আমরা জগন্নাথ-বলরাম-সুভদ্রার পুজো হবে এখানেও। রথযাত্রাও পালিত হবে।’

মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘কিছু অন্যরকম কথা শোনা গেলেও প্রকৃত বাস্তব হল, কিছু কারিগরি কাজ ও পদ্ধতি এখনও অসম্পূর্ণ থাকায় আমরা আগামী বছর থেকেই দিঘায় রথযাত্রা পালন করব। পুরীর মন্দিরের রথযাত্রা যেভাবে পালিত হয় সেভাবেই ভক্তি ও শ্রদ্ধায় পালিত হবে দিঘার রথযাত্রা। সবাই সেখানে আমন্ত্রিত। এই নতুন মন্দির ও উৎসব হবে সারা ভারতের নতুন সম্প্রীতি-সাধনের ক্ষেত্র।’