কলকাতা: বাকিবুর রহমানের সম্পত্তি মাথা ঘুরিয়ে দিচ্ছে তদন্তকারীদেরই। প্রথম থেকেই তদন্তকারীদের অনুমান ছিল, বিপুল সম্পত্তির মালিক এই ব্যবসায়ী। সূত্রের খবর, এবার বাকিবুরের একাধিক জমির হদিশ মিলেছে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর জেলা উত্তর ২৪ পরগনায়। তারমধ্যে আবার দেগঙ্গা, বারাসতেই সিংহভাগ। ইডি সূত্রে খবর, জমির বর্তমান বাজার দর প্রায় ৯ কোটি ৭২ লক্ষ ৮৭ হাজার ৮৬১ টাকা। চার্জশিটে ইডির উল্লেখ, রেশন দুর্নীতির টাকাতেই এই সম্পত্তি কেনা হয়েছে।
রেশন দুর্নীতিতে মঙ্গলবারই আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। সেই চার্জশিটের প্রতি ছত্রে সাংঘাতিক সব তথ্য। রেশন দুর্নীতির তদন্তে নেমে বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। তাঁর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের রীতিমতো যোগাযোগ ছিল বলেই তদন্তে উঠে এসেছে।
আর মন্ত্রীর হাত মাথায় নিয়ে বাকিবুরও চালকলের ব্যবসার আড়ালে দাপিয়ে দুর্নীতি করতেন, রেশন দুর্নীতির সৈনিক হয়ে উঠেছিলেন বলেই ইডির দাবি। বাকিবুরের শ্যালককে বনদফতরে চাকরিও পাইয়ে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় ওরফে বালু।
মঙ্গলবার যে ১৬২ পাতার চার্জশিট জমা পড়ে তাতে ১২ জনের নাম, ১০টি সংস্থার উল্লেখ রয়েছে। এর মধ্যে ৫টি বাকিবুরের সংস্থা, ৫টি বালুর নিয়ন্ত্রণে থাকা সংস্থা বলেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। রেশন দুর্নীতিতে ১০০ কোটির টাকার নয়ছয়ের দাবি ইডির। বাকিবুরের কাছ থেকেই প্রায় ৩০ কোটি টাকা বালুর কাছে গিয়েছে বলে চার্জশিটে উল্লেখ আছে।
আগেই বাকিবুরের রেস্তোরাঁ, পানশালার খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। দুবাইয়েও তাঁর কিছু সম্পত্তি রয়েছে বলে তদন্তে জানতে পারে ইডি। বাকিবুর ও তাঁর পরিজন আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। এবার উত্তর ২৪ পরগনা জেলাতেই ৯ কোটির জমির হদিশ।