Winter in Bengal: বাংলায় এখন ‘ফগ চল রহা হ্যায়’! পারাপতনে কেমন থাকবে সকালের দৃশ্যমানতা?

Souvik Sarkar | Edited By: Soumya Saha

Dec 13, 2023 | 8:50 PM

Weather Update: শীতের দাপুটে ব্যাটিং শুরু হতেই, ভোরের দিকে গ্রাম বাংলার দৃশ্য যেন এক জনপ্রিয় টেলিভিশন বিজ্ঞাপনের মতো হয়ে গিয়েছে, 'কেয়া চল রহা হ্যায়? ফগ চল রহা হ্যায়'। কুয়াশার চাদরে ঢাকতে শুরু করেছে বাংলা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে।

Winter in Bengal: বাংলায় এখন ফগ চল রহা হ্যায়! পারাপতনে কেমন থাকবে সকালের দৃশ্যমানতা?
কুয়াশার চাদর (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে বাংলায়। উত্তরবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টি হয়েছে। দার্জিলিঙে বরফ পড়ছে। একইসঙ্গে পাল্লা দিয়ে শহরেও ঝোড়ো ব্যাটিং করছে শীত। বুধবার কলকাতায় আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গোটা দক্ষিণবঙ্গেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে। আগামী চার-পাঁচ দিনও আবহাওয়া একইরকম থাকবে। একইরকম ঠান্ডা থাকবে আগামী কয়েকদিন। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

শীতের দাপুটে ব্যাটিং শুরু হতেই, ভোরের দিকে গ্রাম বাংলার দৃশ্য যেন এক জনপ্রিয় টেলিভিশন বিজ্ঞাপনের মতো হয়ে গিয়েছে, ‘কেয়া চল রহা হ্যায়? ফগ চল রহা হ্যায়’। কুয়াশার চাদরে ঢাকতে শুরু করেছে বাংলা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে। ফলে সকালের দিকে দৃশ্যমানতাও কম থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশার চাদর ও দৃশ্যমানতা কম থাকার ফলে সকালের দিকের ট্রেনগুলিও কিছুটা দেরিতে চলতে পারে। রাস্তাঘাটেও গাড়ি-ঘোড়া চালানোর সময় বাড়তি সতর্ক থাকতে হবে চালকদের। নাহলে কুয়াশার মধ্যে অঘটন ঘটে যেতে পারে। কিছুদিন আগেই কার্শিয়াঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়তে পড়তে বেঁচেছে।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে আজ সকাল থেকে ঢাকাগামী একাধিক বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। জানা যাচ্ছে, ঢাকা বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছিল। সেই কারণে ঘন কুয়াশার মধ্যে বিমান অবতরণ করানো যায়নি ঢাকায়। সকাল থেকে আটটি ঢাকাগামী বিমানের যাত্রাপথ বদল করে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।

Next Article