কলকাতা: রেশন দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে ইডি। মঙ্গলবারই এই চার্জশিট জমা পড়েছে আদালতে। আর তাতে জ্বলজ্বল করছে বাকিবুর রহমানের নাম। ইডির হাতে গ্রেফতার হয়ে বাকিবুর এখন জেলে। তাঁর বিরুদ্ধে সাংঘাতিক সব তথ্য উঠে আসছে তদন্তকারীদের চার্জশিটে। বুধবার এই বাকিবুরের মামলার শুনানি ছিল ব্যাঙ্কশাল আদালতে। তাঁর দাবি, জেলে পেটে ব্যথা হচ্ছে। তাই জেল হাসপাতালে চিকিৎসা করানো হোক তাঁর।
এদিন বাকিবুরের আইনজীবী আদালতে বলেন, বাকিবুরের এনপিজি রাইস মিলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই বিভাগ। তারা অনুমোদন বাতিল করেছে। ইডি তদন্তের পর কোনওভাবে এনপিজি রাইস মিল নিয়ে বাতিল সংক্রান্ত সুপারিশ আছে কি না তা জানতে চায় বাকিবুরের আইনজীবী। পাল্টা ইডির তরফে প্রশ্ন করা হয়, অনুমোদন যে বাতিল হয়েছে তার তথ্যপ্রমাণ কোথায়?
ইডির আইনজীবী বলেন, এনপিজি রাইস মিলের অন্তর্গত যে সমস্ত রাইস মিল রয়েছে, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ জমা দিয়েছে ইডি এবং সেইসব অভিযোগ তুলে নেওয়ার যে আবেদন জমা পড়েছে সে সংক্রান্ত মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করা হোক। একইসঙ্গে বাকিবুরকে জেল হেফাজতে রাখা হোক।
যদিও বাকিবুরের আইনজীবী জানান, তাঁর মক্কেলের পেটে ব্যথা হচ্ছে। তাই জেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হোক। বাকিবুরও বলেন, পেটে ব্যথার চিকিৎসা হোক। উভয়পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক নির্দেশ দেন, বাকিবুরকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার। একইসঙ্গে নির্দেশ দেন, জেলে বাকিবুরের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করার ও মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার।