Ration Scam Case: ‘সুপারম্যান নয় যুক্তিবাদী হতে বলছি’, আদালতে ED-কে কেন বললেন বিচারক?

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 07, 2025 | 8:07 PM

ED: এ দিন, ইডি আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় বলেন," আপনারা (Ed) দুর্নীতির কথা বলছেন। কিন্তু রেশন না পেয়ে কেউ অনাহারে মারা গিয়েছে, এমন তথ্য সামনে আসেনি।" একই সঙ্গে এও বিচারক বলেন, "এফআইআর-এ বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ ছিল না। এটা হয়ে থাকলে রেশন হোল্ডারের উল্লেখ থাকবে।"

Ration Scam Case: সুপারম্যান নয় যুক্তিবাদী হতে বলছি, আদালতে ED-কে কেন বললেন বিচারক?
আদালতে ইডি

Follow Us

কলকাতা: রেশন দুর্নীতির তদন্তে আবারও আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সি। বিভিন্ন বিষয়ে কোর্টে প্রশ্নের মুখে ইডি আধিকারিকরা। এমনকী, কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের যুক্তিবাদী হওয়ার পরামর্শও দিলেন বিচারক। এক নজরে কোর্টের কথোপকথন…

এ দিন, ইডি আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় বলেন,” আপনারা (Ed) দুর্নীতির কথা বলছেন। কিন্তু রেশন না পেয়ে কেউ অনাহারে মারা গিয়েছে, এমন তথ্য সামনে আসেনি।” একই সঙ্গে এও বিচারক বলেন, “এফআইআর-এ বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ ছিল না। এটা হয়ে থাকলে রেশন হোল্ডারের উল্লেখ থাকবে। যে চিঠি উপর ভিত্তি করে তদন্ত করছেন সেই চিঠি তো জেল হেফাজতে হাসপাতালে থাকার সময় পাওয়া গিয়েছিল। জেলের কাছে থাকা উচিত ছিল। তদন্তকারী অফিসার সেটা পেলেন কী করে?দুর্নীতি হয়েছে জানতে পেরে আপনারা স্থানীয় থানায় জানাতে পারতেন।”

বিচারকের প্রশ্নের উত্তরে ইডি আধিকদের জবাব, “হুজুর আমরা রাজ্যকে জানিয়েছিলাম। কিন্তু এই মামলায় যুক্ত থাকা অভিযুক্তরা নিজেদের ক্ষমতায় কোনও পদক্ষেপ করতে দেয়নি।” পরক্ষণেই বিচারক বলেন, “আমি সুপারম্যান হতে বলছি না। আমি যুক্তিবাদী হতে বলছি।”

Next Article