TMC: ‘শৃঙ্খলা’ ভাঙতেই শোকজ নোটিশ! শোভনদেবের সঙ্গে দেখা করলেন নারায়ণ, গলছে বরফ?

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Jan 28, 2025 | 3:20 PM

TMC: উত্তর দেওয়ার জন্য এখনও সময় রয়েছে নারায়ণের হাতে। উত্তর পাওয়ার পরে তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেবেন বিধানসভার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব।

TMC: ‘শৃঙ্খলা’ ভাঙতেই শোকজ নোটিশ! শোভনদেবের সঙ্গে দেখা করলেন নারায়ণ, গলছে বরফ?
রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: কয়েকদিন আগেই শোকজ নোটিশ পেয়েছে। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন নারায়ণ গোস্বামী। সোমবার শোভনদেবের সঙ্গে দেখা করেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। তবে তাঁর শৃঙ্খলা সংক্রান্ত কোনও বিষয়ে কথা হয়নি বলে খবর। সূত্রের খবর, চিঠির উত্তর না দেওয়া পর্যন্ত এই বিষয়ে কোনও কথা নারায়ণের সঙ্গে বলতে নারাজ শোভনদেব। 

উত্তর দেওয়ার জন্য এখনও সময় রয়েছে নারায়ণের হাতে। উত্তর পাওয়ার পরে তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেবেন বিধানসভার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব। তারপরে নেত্রী যে পদক্ষেপ করতে বলবেন সেই অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে বিধানসভায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্য সদস্যদের সঙ্গেও কথা বলবেন শোভনদেব।

শোভনদেব দেখা করলেও দেখা করেননি সুব্রত বক্সী। এমনটাই খবর সূত্রের। তৃণমূল পরিচালিত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ চেয়েছিলেন দলের রাজ্য সভাপতি সঙ্গে দেখা করতে। কিন্তু সুব্রত সময় দেননি বলেই খবর। যদিও শোভনদেবের সঙ্গে অন্য বিষয়ে নারায়ণের কথা হয়েছে বলে খবর। যদিও শোকজন নোটিশের উত্তরে শেষ পর্যন্ত নারায়ণ গোস্বামী কী লেখেন এখন সেটাই দেখার।