কলকাতা : কিছুদিন আগেই অধ্যক্ষ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর আবেদন শেষ তারিখ এখনও না এলেও যত সংখ্য়ক আবেদন জমা পড়েছে, তাতে আর কোনও অধ্যক্ষ পদ ফাঁকা থাকবে না বলেই মনে করছে কলেজ সার্ভিস কমিশন। ২০২৩ সাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সব কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলেই সূত্রের খবর। শুধুমাত্র অধ্যক্ষ নয়, সহকারী অধ্যাপক, লাইব্রেরিয়ানের মত একাধিক পদেও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
কলেজ সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, অধ্যক্ষ পদে নিয়োগের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে কলেজ সার্ভিস কমিশনে। আগামী জুলাই মাস থেকে শুরু হবে স্ক্রুটিনি। পুজোর আগেই ঠিক হয়ে যাবে, কবে হবে ইন্টারভিউ। পুজোর পরে ইন্টারভিউ দিতে পারবেন আবেদনকারীরা। ফলে, আগামী ডিসেম্বর বা ২০২৩-এর জানুয়ারি মাসের মধ্যেই সব কলেজে অধ্যক্ষ নিয়োগ সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এই বছর প্রথম শূন্যপদের থেকে অনেক বেশি আবেদন জমা পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। তাই কমিশন আশাবাদী সব কলেজেই অধ্যক্ষ নিয়োগ করা সম্ভব হবে। এর আগে আবেদন কম থাকায় অনেক কলেজেই অধ্যক্ষ পদ ফাঁকা ছিল।
১০ মে থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিল ১০ জুন। যোগ্যতার যে তালিকা কলেজ সার্ভিস কমিশন দিয়েছে, সেই তালিকা অনুযায়ী, স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে, থাকতে হবে পিএইচডি ডিগ্রি, ইউজিসি-র তালিকাভুক্ত জার্নালে অন্তত ১০ টি গবেষণাপত্র প্রকাশ পেতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৪০ থেকে ৫৫-র মধ্যে। ৫ হাজার টাকা দিয়ে আবেদন করার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই অনেকে আবেদন করেছেন ওই পদে।