Recruitment Scam: পুরনিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা ED-CBI-এর! হঠাৎ মৃত্যু অন্যতম সাক্ষীর

Recruitment Scam: সিবিআই-এর চার্জশিটেও নাম ছিল শমীকের।  চার্জশিটের ২১ নম্বর পাতায় শমীক চৌধুরীর উল্লেখ করা হয়েছে। সিবিআই-এর দাবি, পুর নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের দুই এজেন্টের মাধ্যমে বেশ কয়েক জন চাকরি পেয়েছিলেন।

Recruitment Scam: পুরনিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা ED-CBI-এর! হঠাৎ মৃত্যু অন্যতম সাক্ষীর
অয়ন শীল (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2024 | 6:49 PM

কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম প্রধান সাক্ষীর মৃত্যু। মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত অয়ন শীলের ঘনিষ্ঠ প্রমোটার শমীক চৌধুরীর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে সল্টলেকের বাড়িতেই মৃত্যু হয়েছে শমীকের। শমীক অয়ন শীলের ব্যবসার অংশীদারও ছিলেন। ইডি ও সিবিআই-এর কাছে শমীক ছিলেন অন্যতম প্রধান সাক্ষী।

সিবিআই-এর চার্জশিটেও নাম ছিল শমীকের।  চার্জশিটের ২১ নম্বর পাতায় শমীক চৌধুরীর উল্লেখ করা হয়েছে। সিবিআই-এর দাবি, পুর নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের দুই এজেন্টের মাধ্যমে বেশ কয়েক জন চাকরি পেয়েছিলেন। অয়নের বন্ধু এবং এজেন্ট ছিলেন শমীক। ১০-১২ জনকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছেন। শমীক ‘মিডলম্যান’ হিসাবেও কাজ করতেন বলে

গত বছরের ২০ মার্চ ইডির হাতে গ্রেফতার হন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন।  প্রসঙ্গত, অয়নের গ্রেফতারের পর থেকেই ‘গায়েব’ হয়ে যান শমীক চৌধুরী ওরফে বাপ্পা।  ‘এবিএস ইনফ্রাজোন’ নামে অয়নের একটি সংস্থার ডিরেক্টর পদে নাম ছিল শমীকের। ইডি-র দাবি, চাকরির নামে টাকা তোলার যে অভিযোগ উঠেছে অয়নের বিরুদ্ধে, এই কারবারে তাঁর সঙ্গী ছিলেন  শমীক।