Recruitment Scam:‘9/11 শুধু ধ্বংসের দিন নয়, স্বামীজির শিকাগো-বক্তৃতার দিনও’, মঙ্গলেই ‘অমঙ্গল’ ঘটাতে পারে CBI
Recruitment Scam: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে সেই রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য উঠে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সিবিআই-এর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য।
কলকাতা: 9/11। বিশ্বকে কাঁপিয়ে দেওয়া সেই জঙ্গি হামলা। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সেই জঙ্গি হামলার প্রসঙ্গ সোমবার উঠে এল কলকাতা হাইকোর্টে। নেপথ্যে নিয়োগ দুর্নীতি মামলা। এদিনই কলকাতা হাইকোর্টে সিবিআই-এর আইনজীবীর ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের’ মতো ২০১৪ সালে প্রাথমিক নিয়োগের টেট পরীক্ষার সুবিশাল নিয়োগ দুর্নীতির পর্দাফাঁসের কথা ছিল। আবার কি নতুন কারোর নাম প্রকাশ্যে আনতে চলেছে সিবিআই? তাই নিয়েই জল্পনা তৈরি হয়েছিল। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি ছিল। তবে এদিন মামলা শুনলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। যেহেতু একজন আইনজীবীর মৃত্যু হয়েছে, তাই এদিন নিয়োগ দুর্নীতির মামলা শোনেননি তিনি। এদিন এজলাসে সিবিআই এর আইনজীবী বলেন, “সমাজের বৃহত্তর অংশের এব্যপারে আগ্রহ আছে। তাই মঙ্গলবার এই সংক্রান্ত রিপোর্ট দেব।”
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে সেই রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য উঠে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সিবিআই-এর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য, “সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এই মামলা বিলম্বিত হচ্ছে।” আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের মন্তব্য, “৯/১১ শুধু ধ্বংসের দিন নয়। এদিন স্বামীজি শিকাগোয় বক্তৃতা দিয়েছিলেন। তাই সত্যি সামনে আসবেই।”
সিবিআই-এর আইনজীবী উল্লেখ করেন, কীভাবে মন্ত্রীর সচিব সব ডিলিট করেছিলেন চাপে পড়ে, সেই তথ্য সামনে আসবে। চাপে পড়ে এমন কোন তথ্য মুছে ফেলতে হয়েছিল মন্ত্রীর সচিব, রিপোর্টে বিস্তারিত উল্লেখ থাকবে বলে সিবিআই-এর আইনজীবী জানিয়েছেন।
সিবিআই-এর আইনজীবী দাবি করেন, পার্থকে নিয়ে অজানা তথ্য থাকবে রিপোর্টে। নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই-এর আইনজীবী এও উল্লেখ করেন, প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নিয়মিত যোগাযোগ ছিল পার্থর দফতরে। সিবিআই-এর রিপোর্টে কী উল্লেখ থাকবে, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।