SLST Recruitment: ১ ফেব্রুয়ারি ‘ডেডলাইন’, ‘শীঘ্রই নিয়োগপত্র পাব’, ব্রাত্যর কাছ থেকে আশ্বাস পেলেন চাকরি প্রার্থীরা

সুমন মহাপাত্র | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 22, 2023 | 5:01 PM

SLST Recruitment: কয়েকদিন আগে প্রকাশ্যে মাথার চুল কেটে প্রতিবাদ জানিয়েছিলেন চাকরি প্রার্থীরা। খবর পেয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল। পরে ব্রাত্য বসু তাঁদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দেন ও বৈঠকেও বসেন।

SLST Recruitment:  ১ ফেব্রুয়ারি ডেডলাইন, শীঘ্রই নিয়োগপত্র পাব, ব্রাত্যর কাছ থেকে আশ্বাস পেলেন চাকরি প্রার্থীরা
এসএলএসটি চাকরিপ্রার্থী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কবে নিয়োগ হবে, তা জানতে চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর তারিখের আশ্বাস পেলেন তাঁরা। ১ ফেব্রুয়ারিই ডেডলাইন। তার আগেই নিয়োগ সংক্রান্ত জট কাটবে বলে শিক্ষামন্ত্রী, এসএসসি-র চেয়ারম্যান ও প্রিন্সিপ্যাল সেক্রেটারির সঙ্গে আলোচনা হয় এদিন।

কয়েকদিন আগে ধর্মতলা চত্বরে বিক্ষোভ দেখান এসএলএসটি চাকরি প্রার্থীরা। মাথার চুল ফেলে প্রতিবাদ জানান তাঁরা। প্রার্থীদের প্রশ্ন ছিল, কবে নিয়োগ পাবেন তাঁরা? সে দিন বিক্ষোভের মঞ্চে হাজির হয়েছিলেন বাম নেতা বিমান বসু থেকে বিজেপি নেতা রূদ্রনীল ঘোষ। পরে তাঁদের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি ওই মঞ্চ থেকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছিলেন।

তারপরই প্রথম দফায় বৈঠক করেন ব্রাত্য বসু। দ্বিতীয় বৈঠকের দিন ধার্য করা হয় এরপর। শুক্রবার ছিল সেই বৈঠক। সেখান থেকে বেরিয়ে চাকরি প্রার্থীরা জানান, দ্রুত জট কেটে যাবে, নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর তাঁদের দাবি, শিক্ষামন্ত্রী তাঁদের একটি তারিখ দিয়েছেন, সেটা হল ১ ফেব্রুয়ারি। ওই সময়ের মধ্যে নিয়োগ জট কেটে যাবে। প্রার্থীরাও অবিলম্বে নিয়োগপত্র পাবেন বলে আশা করছেন।

Next Article