Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে রাজ্যের করা FIR-এ একাধিক তৃণমূল নেতার নাম

সিজার মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 11, 2024 | 6:52 PM

Recruitment Scam: এই প্রথমবার রাজ্যের করা এফআইআরে যুক্ত করা হয়েছে প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট বা দুর্নীতি দমন আইন। উল্লেখ্য, পাহাড়ের শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে। তার ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেন স্কুল শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি।

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে রাজ্যের করা FIR-এ একাধিক তৃণমূল নেতার নাম
একাধিক নেতার নাম এফআইআরে
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্য সরকারের করা এফআইআর-এ শাসক দলের একাধিক নেতার নাম। নিয়োগ দুর্নীতির অভিযোগে যে এফআইআর করা হয়েছে, তাতে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়। গত বছরই প্রকাশ্যে এসেছে পাহাড়ের নিয়োগ দুর্নীতি। জিটিএ-তে নিয়োগ নিয়ে যে অভিযোগ উঠেছে, তাতে নাম রয়েছে বিনয় তামাং-এরও। সম্প্রতি এই অভিযোগের ক্ষেত্রে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সূত্রের খবর, পাহাড়ের ওই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে যে এফআইআর করা হয়েছে, তাতে পার্থ, বিনয় তামাং ছাড়াও নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের, নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোসেরও।

রাজ্য স্কুল শিক্ষা দফতরের করা অভিযোগের ভিত্তিতে এফআইআরে প্রথম নাম রয়েছে স্কুল শিক্ষা দফতরের ডিআই প্রাণগোবিন্দ সরকারের। গত ১০ এপ্রিল বিধাননগর উত্তর থানায় এফআইআর নথিভুক্ত হয়েছে।

এই প্রথমবার রাজ্যের করা এফআইআরে যুক্ত করা হয়েছে প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট বা দুর্নীতি দমন আইন। উল্লেখ্য, পাহাড়ের শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে। তার ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেন স্কুল শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, সিবিআই-কে অনুসন্ধান করতে হবে। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। তারই মধ্যে এই এফআইআর। মনে করা হচ্ছে, সিবিআই তদন্ত আটকাতেই তৎপরতার সঙ্গে এই এফআইআর করেছে রাজ্য সরকার।

Next Article