Kuntal Ghosh: কুন্তলের শারীরিক নির্যাতন মামলায় নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, রিপোর্টে কী বলল CBI?

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 19, 2023 | 4:48 PM

Kuntal Ghosh: সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সত্যতা জানতে কুন্তলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা।

Kuntal Ghosh: কুন্তলের শারীরিক নির্যাতন মামলায় নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, রিপোর্টে কী বলল CBI?
হাইকোর্টে কুন্তল মামলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। সেই অভিযোগের জল গড়ায় অনেক দূর। সেই মামলার সূত্র ধরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। সেই অভিযোগ নিয়ে রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। সিবিআই সূত্রের খবর, অভিযোগ জানালেও কারও কাছেই শারীরিক নির্যাতনের কথা বলেননি কুন্তল।

অভিযুক্ত তথা তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ দাবি করেছিলেন, জেলে জেরার নামে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। অভিষেকের নাম বলতে তাঁকে চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেছিলেন কুন্তল। পুলিশকে অভিযোগ জানানোর পাশাপাশি নিম্ন আদালতের বিচারককে চিঠিও দিয়েছিলেন তিনি। সেই সংক্রান্ত মামলা হাইকোর্টে গড়ায়। প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে এজলাসে ছিল সেই মামলা। পরে বেঞ্চ বদল হয়ে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সত্যতা জানতে কুন্তলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা। একইসঙ্গে সংশোধনাগারের অন্যান্য বন্দিদের সঙ্গেও কথা বলা হয়েছিল। রিপোর্টে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, কারও কাছেই নির্যাতনের কথা বা শারীরিক সমস্যার কথা জানাননি কুন্তল। প্রত্যেকের বয়ানও উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে।

Next Article