কলকাতা : তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে সব জল্পনার অবসান হয় শুক্রবার সন্ধেয়। মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরদের দীর্ঘ বৈঠকের পর এ দিন তালিকা প্রকাশ করা হয় দলের তরফে। একদিকে যেমন একাধিক চমক রয়েছে সেই তালিকায়, অন্যদিকে তেমনই একাধিক নাম উঠে এসেছে নেতা-মন্ত্রীদের পরিবার থেকে। রাজনীতিতে সক্রিয় নয়, অথচ কোনও তৃণমূল নেতার আত্মীয়, এমন একাধিক নাম রয়েছে সেই তালিকায়।
৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন পূজা পাঁজা। তিনি রাজ্যের নারী ও শিশুকল্যা মন্ত্রী শশী পাঁজার মেয়ে। একসময় কাউন্সিলর ছিলেন শশী পাঁজাও। এবার টিকিট পেলেন রাজনীতিতে আনকোরা মুখ পূজা। ৫৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা। বালিগঞ্জে ৬৮ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন তনিমা চট্টোপাধ্যায়। তিনি সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন। তৃণমূলের দীর্ঘসময়ের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ হয়েছিলেন মমতা। তাই বিশেষ সম্মান জানাতেই তাঁর বোনকে প্রার্থী করা হল বলে মনে করা হচ্ছে।
তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম কাজরী বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি। তিনি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ। এ ছাড়া কলকাতা পুরসভার দীর্ঘদিনের মেয়র পারিষদ তারক সিং-এর ছেলে ও মেয়ে উভয়েই টিকিট পেয়েছেন এবার পুর নির্বাচনে। ১১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী তারক সিং। তাঁর ছেলে টিকিট পেয়েছেন ১১৭ নম্বর ওয়ার্ড থেকে। মেয়ে কৃষ্ণা সিং ১১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী। এছাড়া প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী তথা বিধায়ক রত্না চট্টোপাধ্যায় টিকিট পেয়েছেন ১৩১ নম্বর তথা শোভনের ওয়ার্ড থেকেই।
আরও পড়ুন : Dilip Ghosh: ‘আমরা বাংলা থেকে বিজ্ঞানী,খেলোয়াড়, গায়ক পাঠালেও তৃণমূল ত্রিপুরায় সমাজ বিরোধীদের পাঠাচ্ছে!’
এ দিকে, ‘এক ব্যক্তি এক পদ’ নীতি পদ থেকে সরে এসে দলের প্রয়োজনে ৬ বিধায়ককেই তালিকায় রাখা হয়েছে। প্রশাসক মণ্ডলীতে থাকা ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবব্রত মজুমদার ও দেবাশিস কুমার এবারও টিকিট পেয়েছেন। পাশাপাশি আরও ২ বিধায়কও ওই তালিকায় জায়গা পেয়েছেন রত্না চট্টোপাধ্যায় ও পরেশ পাল। এ ছাড়া, সাংসদ হওয়া সত্ত্বেও টিকিট দেওয়া হচ্ছে মালা রায়কে। তবে প্রার্থী তালিকায় নাম নেই রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের। তাঁর স্ত্রীকে টিকিট দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, অভিজ্ঞতার কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত নিয়েছে দল। অতীন ঘোষ, দেবব্রত মজুমদার বা দেবাশিস কুমার , এরা প্রত্যেকেই কলকাতা পুরসভার মেয়র পারিষদ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। পুরসভায় তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে মেয়র পদপ্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। ভোটের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পার্থ।
আরও পড়ুন : ‘সব সময়ই মনে হত আমি কাউন্সিলর’, শোভনের ওয়ার্ডে টিকিট পেলেন রত্না