কলকাতা: টাকা না বাড়ালে পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) বাস সরবাহ নয়, কমিশনকে সাফ জানিয়ে দিল বাস মালিকদের সংগঠন। ২০২১ সালের গাড়ির খরচের তুলনায় এবার সবরকম গাড়ির খরচ ৬০ থেকে ৭০ শতাংশ বেড়েছে। তাই ২০২১ সালের দরে গাড়ি ভাড়া দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছে বাস মালিক সংগঠন। সোমবার চিঠি দিয়ে কমিশনকে বিষয়টি জানিয়েছে তারা। কোন গাড়িতে কত ভাড়া দিতে হবে, তাও কমিশনকে জানিয়েছে বাস, মিনিবাস, ছোট গাড়ি, পুলকার মালিক সংগঠন। শুধু গাড়ির ভাড়া নিয়েই নয়,টিফিন বাবদ যে টাকা কমিশন দেয়, তারও খরচ বাড়ানোর দাবি জানিয়েছে তারা।
জয়েন্ট ফোরাম অব ট্রান্সপোর্ট অপারেটর্সের তরফে সোমবার রাজ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২১ সালে বিধানসভা ভোটের সময় গাড়ি ভাড়া, কর্মীদের খোরাকি ও খাবারের খরচ বাবদ যে টাকা দেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোটে তা বাড়াতে হবে। এই বর্ধিত ভাড়া বাসের ক্ষেত্রে প্রতিদিন ৩৫০০ টাকা। কমপক্ষে ৮০ শতাংশ টাকা কাজে যোগদানের আগে দিতে হবে। এরমধ্যে ফুয়েলের খরচ ধরা নেই। বিধানসভা ভোটের সময় দিন প্রতি বাস ভাড়া ছিল ২৩০০ টাকা। ৫০ শতাংশ অগ্রিম।
মিনিবাসের ক্ষেত্রে ১৯০০ টাকা থেকে বাড়িয়ে দিন প্রতি ৩০০০ টাকা করার কথা বলা হয়েছে। এক্ষেত্রেও ৮০ শতাংশ টাকা আগাম দিতে হবে। ছোট গাড়ির ক্ষেত্রে দিন প্রতি ভাড়া ৮১০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ করার কথা বলা হয়েছে। এই গাড়িতে চালক নিয়ে ৭ জন বসার ব্যবস্থা রয়েছে। এই গাড়িই যদি এসি নিতে হয়, সেক্ষেত্রে আবার ভাড়া বাড়বে। ১১২০ টাকা যার ভাড়া ছিল বিধানসভা ভোটে, পঞ্চায়েত ভোটের জন্য কমিশনকে দিতে হবে ১৬০০ টাকা। টিফিনের খরচ দিন প্রতি একজনের ১৭০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার কথা বলা হয়েছে।