আজ মঙ্গলবার পঞ্চায়েত ভোটের বাহিনী নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এদিন আদালত কী নির্দেশ দেয়, নজর সেদিকেই। অন্যদিকে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ আসছে। পাশাপাশি টিকিট না পেয়ে শাসক-নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথ নম্বর ১৩৬ এবং ১৩৭ নম্বর পার্ট সিপিএম প্রার্থী তথা রেড ভলেন্টিয়ার কৌশিক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুরের অভিযোগ। অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়-ভীতির পরিবেশও তৈরি হয়েছে ওই এলাকায়। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ।
গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়ে চলেছে আইনি লড়াই। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর আর দেরি করেনি রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনী পাঠানোর জন্য আবেদন করে। আর সেই আবেদন পেয়েই কেন্দ্র ২২ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে রাজ্যে।
বিস্তারিত পড়ুন: কমিশনের চিঠি পেয়েই বাংলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র
দলের ঘোষিত তালিকা অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার মনোনয়ন তুলে নিলেন পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের এক বড় অংশের তৃণমূল নেতা-কর্মী।
বিস্তারিত পড়ুন: দলে দলে মনোনয়ন প্রত্যাহার করলেন নেতা-কর্মীরা, বর্ধমানে বড় ধাক্কা তৃণমূলের
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। শীর্ষ আদালতের কথা তো মানতেই হবে। সেই নির্দেশের পর কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা যেন ধরি মাছ, না ছুঁই পানি! রাজনৈতিক বিশ্লেষকরা অন্তত তেমনটাই মনে করছেন।
বিস্তারিত পড়ুন: ৮২৫ কোম্পানি বাহিনী এনেছিলেন মীরা পাণ্ডে, এবার মাত্র ২২, শান্তির ভোট সম্ভব?
বর্তমানে বাড়ি ছেড়ে এলাকার এক গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সুভাষ কিস্কু ও সুনীতা কিস্কু। সঙ্গে তাঁদের এক মাসের ছোট্ট সন্তান।
মনোনয়ন পর্বেই (Nomination of Panchayat Election) অশান্ত হয়েছে বাংলা। আর এবার মনোনয়ন প্রত্যাহারের জন্য জেলায় জেলায় বিরোধীদের উপর চাপ দেওয়ার অভিযোগ। সুপ্রিম কোর্টে আজ পঞ্চায়েত মামলার শুনানিতেও বিষয়টি উঠে এসেছে। আর এসবের মধ্যেই আবারও বিরোধী প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ। এবার ঘটনাস্থল জলপাইগুড়ি (Jalpaiguri)। সেখানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ২১৯ নম্বর বুথে ভোটে দাঁড়িয়েছেন পায়েল রাজবংশী হালদার। কাস্তে-হাতুড়ির প্রতীকে। এবার সিপিএমের সেই মহিলা প্রার্থীকে মনোনয়ন প্রত্য়াহারের জন্য চাপ। তাঁর বাবা সাধন রাজবংশীকে বন্দুক দেখিয়ে হুমকির অভিযোগ। অভিযোগের তির মূলত শাসক দলের বিরুদ্ধে।
বিস্তারিত পড়ুন: সিপিএম মহিলা প্রার্থীর বাবাকে বন্দুক দেখিয়ে হুমকির অভিযোগ, চাঞ্চল্য জলপাইগুড়িতে
রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বেই দফায় দফায় সংঘর্ষ। অশান্তি। উত্তপ্ত হয়েছে বাংলা। প্রশ্ন উঠেছে আইন-শৃঙ্খলা নিয়ে। কেউ কোথাও কোনও সমস্যায় পড়লে, তা জানানোর জন্য রাজভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। রাজ্যপালের ভাষায়, পিস-রুম। আর এদিকে রাজীব সিনহাকে কমিশনের দায়িত্বে বসানোর যে সিদ্ধান্ত রাজ্যপাল নিয়েছেন, তা থেকেই সব সমস্যা শুরু হয়েছে বলে মনে করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, রাজ্যপাল চাইলেই এই সমস্যা অনেক আগেই সমাধান করা যেত। শুভেন্দুর দাবি, রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহাকে নিয়োগ করাতেই এই যাবতীয় সমস্যার সূত্রপাত হয়েছে।
বিস্তারিত পড়ুন: রাজীব সিনহাকে কমিশনার হিসেবে নিয়োগ করাতেই রাজ্যে মৃত্যু মিছিল: শুভেন্দু
এই সাফল্য দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।
আইএসএফ-এর অন্তত ৭০ থেকে ৭৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে সূত্রের খবর। মনোনয়নের অধিকার পেতে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে আইএসএফ। মূলত সময়ের পরে জমা দেওয়ার যুক্তিতেই মনোনয়ন বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর।
বিস্তারিত পড়ুন: একাধিক ISF প্রার্থীর মনোনয়ন বাতিল ভাঙড়ে, আদালতের দ্বারস্থ হচ্ছে দল
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ৪১ নম্বর আসনে তৃণমূলের অফিশিয়াল প্রার্থী হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। আর এই একই আসনে আবার মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূল নেতা মহম্মদ ইশা হক সর্দার। তবে, আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মতি ফিরল বিক্ষুব্ধ তৃণমূল নেতার। মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ইশা হক। যদিও ইশা হকের দাবি, প্রথমে তাঁকে বলা হয়েছিল প্রার্থী হওয়ার জন্য।
বিস্তারিত পড়ুন: গোঁজ অস্বস্তির মধ্যেই তৃণমূলের ‘বিক্ষুব্ধদের’ মনোনয়ন প্রত্যাহার
হাইকোর্টের নির্দেশ ছিল, প্রত্যেক জেলায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জন্য। সুপ্রিম কোর্টও সেই কলকাতা হাইকোর্টের নির্দেশকেই বহাল রেখেছে। এরপর থেকেই রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) অফিসে ব্যস্ততা চোখে পড়েছিল। কত কেন্দ্রীয় বাহিনী নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলে। মাঝে সূত্র মারফত জানা যাচ্ছিল, প্রতিটি জেলার জন্য ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে কমিশন। তবে শেষ পর্যন্ত, তা আরও কমল। প্রতিটি জেলার জন্য ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হল কমিশনের তরফে। জেলাপিছু ১ কোম্পানি সিএপিএফ চাওয়া হয়েছে এবং সেই মর্মে রিকুইজিশনও পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
বিস্তারিত পড়ুন: পঞ্চায়েত ভোটে জেলাপিছু ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
মনোনয়ন প্রত্যাহার করতে যাচ্ছেন প্রার্থী। আর তাঁকে নিয়ে রাস্তার মাঝে চলল রীতিমতো টানাটানি। মহিলা প্রার্থীর এক হাত ধরে টানছেন সিপিএম কর্মীরা ও অন্য হাত ধরে টানছে পুলিশ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দলীয় কর্মী ও পুলিশের সেই টানাটানির কার্যত নজিরবিহীন ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।
বিস্তারিত পড়ুন: প্রার্থীকে নিয়ে রাস্তার মাঝেই নেতা-পুলিশের টানাটানি, নজিরবিহীন ছবি দাসপুরে
বাহিনী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য কমিশন। হাইকোর্টের নির্দেশকে বহাল রাখল শীর্ষ আদালত। অর্থাৎ বাংলায় পঞ্চায়েত নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শনিবার সুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য ও রাজ্যের কমিশন। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী মীনাক্ষী আরোরা। তিনি জানিয়েছিলেন, হাইকোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে বুথওয়াড়ি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। কিন্তু বাহিনী চাওয়া কমিশনের কাজ নয়। মঙ্গলবার সকালে শুনানির শুরু থেকেই কার্যত শীর্ষ আদালতের চাপের মুখে পড়ে কমিশন ও রাজ্য। কমিশনকে পর পর প্রশ্ন করতে থাকেন বিচারপতি নাগারত্না। কিন্তু সেভাবে উত্তর দিতে রীতিমতো বেগ পেতে হয় কমিশনকে। এদিনের শুনানিতে বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, ‘ভোট মানে হিংসার লাইসেন্স নয়’।
ভাঙরের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দিতে হবে। নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার। বিচারপতির মন্তব্য, রাজ্যের বিশাল সংখ্যক বিধায়ক নিরাপত্তা পেয়ে থাকেন। আর ভাঙরের বিধায়কের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার প্রয়োজন রয়েছে। কী ধরনের হুমকি তিনি পাচ্ছেন, তা বিবেচনা করে যত দ্রুত সম্ভব এই নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এই নিয়ে কেন্দ্র তার রিপোর্ট জমা দেবে।
বসিরহাট, ভাঙর মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুলে মামলা। মঙ্গলবার সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ। বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, হাইকোর্টের নির্দেশের পরেও নিরাপত্তা দিয়ে আবেদনকারীদের মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ। এদিনের সওয়াল জবাবের শুরুতেই বিচারপতি প্রশ্ন করেন, মনোনয়ন পর্বে এত জায়গায় জায়গায় গোলমাল, বোমাবাজি, গোলাগুলির অভিযোগ উঠেছে। তাহলে পুলিশ কী করছিল? ১৫ ও ১৬ জুন বিরোধী প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে পুলিশি নিরাপত্তায় মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি প্রশ্ন করেন, হাইকোর্টের নির্দেশ পালনে পুলিশ কী করেছে? বসিরহাট ও ভাঙড়ের অশান্তির পর কতজনকে গ্রেফতার করা হয়েছে?
পঞ্চায়েত ভোট যত এগিয়েছে ততই হুমকি-অভিযোগের আঁচে তপ্ত বাংলা। এবার কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে হুমকি পোস্টার দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে,সাদের আলি তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে। যদিও, এই হুমকির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: ‘মনোনয়ন না তুললে কবর খুঁড়ে রাখ…’,ঘুম থেকে উঠেই হুমকি পোস্টার পেলেন কংগ্রেস প্রার্থী
ফের মনোনয়ন প্রত্যাহার ঘিরে উত্তেজনা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali) মনোনয়ন প্রত্যাহার না করায় বিজেপি প্রার্থীকে (BJP) মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে আক্রান্ত প্রার্থীকে দেখতে এলাকায় পৌঁছলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: ছেলের সামনেই বিজেপি প্রার্থী বাবাকে লাগাতার মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনাস্থলে অগ্নিমিত্রা
সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েই বিশেষ লাভ হয়নি রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের কথা প্রকাশ্যে আসতেই তৎপরতা শুরু হয়ে গিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের অফিসে। আইনজীবীদের থেকে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হচ্ছিল। আর এরই মধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে, প্রতি জেলার জন্য দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে পেলেই এই বিষয়ে প্রয়োজনীয় আবেদন করা হবে।
বিস্তারিত পড়ুন: প্রতি জেলায় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইবে কমিশন: সূত্র
সুপ্রিম দুয়ারেও ধাক্কা রাজ্যের। কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে পঞ্চায়েত ভোট। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। প্রথমে হাইকোর্টের নির্দেশ ছিল, স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, তারা এখনও স্পর্শকাতর জেলা বলে কিছু চিহ্নিতই করেনি। তাই আদালতের নির্দেশের ওই অংশটুকু রিভিশন চেয়ে পুনরায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিল কমিশন। আর সেই সময়েই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ভোটের জন্য সব জেলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর জন্য। আজ সুপ্রিম কোর্টও বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল। রাজ্যের তরফে এদিন আদালতে সওয়াল করেন সিনিয়র আইনজীবী মীনাক্ষী অরোরা। অপরপক্ষের হয়ে মামলাকারী শুভেন্দু অধিকারীর হয়ে আদালতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে।
সুপ্রিমকোর্টে জোর ধাক্কা খেল নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে নির্বাচন হবে কেন্দ্রীয়বাহিনীতেই। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
বীরভূমের দুবরাজপুরের লোবা গ্রামপঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। ১৮টি আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে ১০টি আসন পেয়ে লোবা গ্রামপঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস।
শিব ঠাকুর মণ্ডলের মাথা ফাটানোর অভিযোগ। মনোনয়ন প্রত্যাহার করার দাবিতে মেরে মাথা ফাটানো হল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলাকারী শিব ঠাকুর মণ্ডলের। মারধরের অভিযোগ তাঁর কাকা বিজেপি প্রার্থী দীপক মণ্ডল ও অনুগামীদের বিরুদ্ধে। শিবঠাকুরের স্ত্রী এবার ভোটে প্রার্থী হয়েছেন। দুবরাজপুরে বালিজুরি পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন শিবঠাকুরের স্ত্রী লিপিকা।
বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধি, টিফিন খরচও দিতে হবে ৫০০ টাকা, কমিশনকে জানাল পরিবহণ সংগঠন।
বাহিনী মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোট মানে হিংসার লাইসেন্স নয়। বিচারপতির পর পর প্রশ্ন কমিশনকে।
তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে দাঁড়ানো কংগ্রেস প্রার্থীর বাড়ির দরজায় হুমকি পোস্টার। মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ থানার অন্তর্গত কাপাসডাঙ্গা অঞ্চলের মানিকনগর গ্রামে।
কাঁথি-১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত ১৯৬ বুথে বিজেপির মনোনীত প্রার্থী নীলিমা দত্তর বাড়িতে সাদা শাড়ি, ফুলের মালা, মিষ্টি পাঠানোর অভিযোগ। সঙ্গে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি। একটি সাদা চিরকুটে লেখা রয়েছে স্বামীর ভালো চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়া। এই নিয়ে জোর রাজনৈতিক চাপানউতর।
প্রাণ ঝরেছে, দিকে দিকে লাঠালাঠি, রক্তারক্তি। হাইকোর্টের নির্দেশের পর ৪৮ ঘণ্টা পার হলেও বাহিনী নিয়ে এখনও আইনি যুদ্ধ। শীর্ষ আদালতকে রাজ্য নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রীয়বাহিনী চাওয়া তাদের কাজ নয়। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য সরকার। বাহিনী আনার জন্য ৪৮ ঘণ্টা সময়সীমা যথেষ্ট নয় বলেও সুপ্রিম কোর্টে জানায় কমিশন। কমিশনের আবেদন শুনে সুপ্রিম-ডিভিশন বেঞ্চ জানায়, ৪৮ ঘণ্টার পরিবর্তে বেশি সময় লাগলে হাইকোর্টে আর্জি জানান। আজ মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে বাহিনী-মামলার শুনানি।