Panchayat Elections 2023: ‘মনোনয়ন না তুললে কবর খুঁড়ে রাখ…’,ঘুম থেকে উঠেই হুমকি পোস্টার পেলেন কংগ্রেস প্রার্থী

Panchayat Elections 2023: ঘটনাস্থল মুর্শিদাবাদ থানার অন্তর্গত কাপাসডাঙা অঞ্চলের মানিকনগর গ্রামের। অভিযোগ, রাত্রিবেলা কে বা কারা কাপাসডাঙা আসনের কংগ্রেস প্রার্থীর বাড়ির দরজায় হুমকি পোস্টার লাগিয়ে গিয়েছে।

Panchayat Elections 2023: 'মনোনয়ন না তুললে কবর খুঁড়ে রাখ...',ঘুম থেকে উঠেই হুমকি পোস্টার পেলেন কংগ্রেস প্রার্থী
হুমকি পোস্টার কংগ্রেস প্রার্থীর বাড়িতে (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 2:11 PM

কাপাসডাঙা: পঞ্চায়েত ভোট যত এগিয়েছে ততই হুমকি-অভিযোগের আঁচে তপ্ত বাংলা। এবার কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে হুমকি পোস্টার দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে,সাদের আলি তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে। যদিও, এই হুমকির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ঘটনাস্থল মুর্শিদাবাদ থানার অন্তর্গত কাপাসডাঙা অঞ্চলের মানিকনগর গ্রামের। অভিযোগ, রাত্রিবেলা কে বা কারা কাপাসডাঙা আসনের কংগ্রেস প্রার্থীর বাড়ির দরজায় হুমকি পোস্টার লাগিয়ে গিয়েছে। যদিও সাদের দাবি এই কাজ তৃণমূলের।

পোস্টারে কী লেখা?

“আমাদের ব্লক সভাপতির বিরুদ্ধে দাঁড়িয়ে তুই জিততে পারবি না। নিজের ভাল চাইলে নমিনেশন তোল। তা না হলে কবর খুঁড়ে রাখবি।”

এই বিষয়ে সাদের আলি বলেন, “আমি আজ সকালে বাড়ির বাইরে বের হই। তখন দেখি দরজায় একটি পোস্টার লাগানো রয়েছে। যেখানে নমিনেশন তুলতে বলা হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।” যদিও, ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছে তৃণমূল ব্লক সভাপতি গোলাম মহম্মদ আকবরী। তিনি বলেন, “আমাদের নির্দেশ আছে সারা বাংলায় স্বচ্ছ ভোট করতে হবে। সকলে যেন স্বাধীনভাবে ভোট দেয় তা খেয়াল রাখতে হবে। আমি নিজেও নির্দেশ দিয়েছি কোনও ভাবেই প্রতিবন্ধকতা যাতে তৈরি না হয়, বিরোধী দল মনোনয়ন জমা দিতে পারে সেই খেয়াল রাখতে হবে।”