Panchayat Elections 2023: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের চেষ্টা, কাঠগড়ায় ফের তৃণমূল

Panchayat Elections 2023: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের গাজিনগর মলঞ্চা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী মিস্টার শেখ। অভিযোগ, মঙ্গলবার দুপুরবেলা একদল তৃণমূলের লোকজন জোর করে তুলে নিয়ে যান বিডিও অফিসে।

Panchayat Elections 2023: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের চেষ্টা, কাঠগড়ায় ফের তৃণমূল
মনোনয়ন প্রত্যাহার ঘিরে উত্তেজনা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 3:03 PM

মুর্শিদাবাদ: মনোনয়ন জমা দেওয়ার পর্বে চলল বোমা-গুলি। আর এখন প্রকাশ্যে আসছে মনোনয়ন তুলতে চাপ দেওয়ার খবর। এবার জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের গাজিনগর মলঞ্চা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী মিস্টার শেখ। অভিযোগ, মঙ্গলবার দুপুরবেলা একদল তৃণমূলের লোকজন জোর করে তুলে নিয়ে যান বিডিও অফিসে। মনোনয়ন প্রত্যাহারের জন্য তাঁকে ফর্ম ফিলআপও করান। বিষয়টি জানাজানি হতেই বিডিও অফিস চত্বরে হইচই সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লধ, ওসি সুমিত বিশ্বাস সহ অন্যরা। একই সঙ্গে বিডিও অফিস পৌঁছন কংগ্রেস নেতা অমিত তিওয়ারী। তিনি বলেন, “আজকে ওকে তুলে নিয়ে আসা হয়। আমরা খবর পেয়ে পৌঁছে দেখি আমাদের প্রার্থীর হয়ে মনোনয়ন পত্র বাতিল করছেন তৃণমূল কর্মীরা। এটা কীভাবে সম্ভব? পরে পুলিশ পৌঁছে ওদের বাইরে বের করে দেয়।”

যদিও, অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা। তিনি বলেন, “এমন কোনও ঘটনাই ঘটেনি। কেউ মনোনয়ন তুললে সে স্বইচ্ছায় তুলেছে।”

প্রসঙ্গত, আজই আবার অপর এক কংগ্রেস নেতার বাড়ির দরজায় মনোননয়ন প্রত্যাহারের জন্য হুমকি পোস্টার পড়ে। সেই পোস্টারে লেখা ছিল তিনি জিততে পারবেন না। বলা হয়, “নিজের ভাল চাইলে নমিনেশন তোল। তা না হলে কবর খুঁড়ে রাখবি।”