Water Problem: টিভি নাইন বাংলার খবরের জের, আর্ট কলেজে জলের গাড়ি পাঠাল পুরনিগম

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Jun 20, 2023 | 8:15 AM

Government College Of Art And Craft, Calcutta: পড়ুয়াদের অভিযোগ, এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। গত সপ্তাহে তা চরমে পৌঁছয়। পানীয় জল এমনকী ওয়াশরুমে যাওয়ার জলও অমিল।

Water Problem: টিভি নাইন বাংলার খবরের জের, আর্ট কলেজে জলের গাড়ি পাঠাল পুরনিগম
এই জলের গাড়িই পাঠানো হয়েছে।

Follow Us

কলকাতা: টিভি নাইন বাংলার খবরের জের। নির্জলা আর্ট কলেজে পৌঁছল জল। কলকাতা কর্পোরেশনের জলের গাড়ি পৌঁছল সরকারি আর্ট কলেজে। তিনদিন ধরে জনশূন্য ছিল আর্ট কলেজ। পড়ুয়াদের দুরবস্থার ছবি তুলে ধরেছিল টিভি নাইন বাংলা। অবশেষে এলো কলকাতা পুরনিগমের জলের গাড়ি। আপাতত সেই জলের গাড়িতেই প্রয়োজনীয় কাজ চালাবেন পড়ুয়ারা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ছত্রপতি দত্ত বলেন, “ট্যাঙ্ক থেকে আপাতত উপরে যে পাম্প আছে তাতে জল যাবে এবং সরবরাহ হবে। যত তাড়াতাড়ি সম্ভব তার চেষ্টা করা হচ্ছে।”

গভর্নমেন্ট আর্ট কলেজ (Government College of Art and Craft) শুধু এ শহরেরই নয়, দেশেরও ঐতিহ্যশালী আর্ট কলেজ। বাইরে থেকেও বহু ছেলেমেয়ে পড়তে আসেন এখানে। নন্দলাল বসু, যামিনী রায়, জয়নুল আবেদিন, শানু লাহিড়ী থেকে শুরু করে সোমনাথ হোড়, যোগেন চৌধুরী, গণেশ পাইন, সনাতন দিন্দা, প্রাক্তনীর তালিকায় তাবড় সব নাম। সেই আর্ট কলেজে জলের অভাবে পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ঠিক হয়, অনলাইনে ক্লাস হবে।

পড়ুয়াদের অভিযোগ, এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। গত সপ্তাহে তা চরমে পৌঁছয়। পানীয় জল এমনকী ওয়াশরুমে যাওয়ার জলও অমিল। স্কাল্পচার সেরামিক বিভাগের পড়ুয়াদের হাতে কলমে কাজ করতেও সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে স্কাল্পচারে মাটির ক্লাস চলাকালীন জলের ব্যবহার আবশ্যিক। অথচ কাজ সেরে হাত ধোয়ার জলটুকু পাওয়া যাচ্ছিল না বলে টিভি নাইন বাংলাকে জানিয়েছিলেন পড়ুয়ারা। এবার অস্থায়ীভাবে হলেও সে সমস্যা কিছুটা মিটবে বলেই আশা পড়ুয়াদের।

Next Article