RG Kar: জেল না ফাঁসি! কোন কোন ধারায় দোষী সঞ্জয়, কী কী শাস্তি হতে পারে

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 18, 2025 | 3:50 PM

RG Kar Case: সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে শিয়ালদহ আদালতে। ৯ অগস্ট রাতে সঞ্জয়ই হাসপাতালে গিয়ে চিকিৎসককে ধর্ষণ করে খুন করে, তথ্য প্রমাণের ভিত্তিতে এমনটাই বললেন বিচারক।

RG Kar: জেল না ফাঁসি! কোন কোন ধারায় দোষী সঞ্জয়, কী কী শাস্তি হতে পারে
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: ‘আমার মনে হয় আপনিই দোষী’। শনিবার আদালতে সরাসরি সঞ্জয় রাইকে এ কথা বলেন বিচারক অনির্বাণ দাস। মোবাইল টাওয়ার, ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে সঞ্জয়কে শনিবার দোষী সাব্যস্ত করেছে আদালত। সাজা ঘোষণা হবে সোমবার।

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সর্বোচ্চ সাজা চেয়ে এদিন কোর্ট চত্বরে স্লোগান তোলেন অনেকেই। তবে বিচারক সঞ্জয়কে জানিয়ে দেন, সঞ্জয় যা করেছে, তার জন্য সর্বনিম্ন সাজা ১০ বছরের কারাদণ্ড হতে পারে। হতে পারে মৃত্যুদণ্ডও।

একনজরে দেখে নিন, কোন কোন ধারায় দোষী সাব্যস্ত করা হল সঞ্জয়কে 

বিএনএস ৬৪ নম্বর ধারা: ধর্ষণের জন্য বিএনএস-এর এই ধারা রয়েছে। এই ধারায় ধর্ষণের শাস্তি হিসেবে কারাদণ্ডের কথা বলা হয়েছে। ১০ বছরের কম কারাদণ্ড হবে না। সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। সঙ্গে ধার্য করা হতে পারে জরিমানা।

বিএনএস ৬৬ নম্বর ধারা: ভারতীয় ন্যায় সংহিতার এই ধারায় বলা হয়েছে, ধর্ষণের কারণে যদি নির্যাতিতার মৃত্যু হয় বা নির্যাতিতা অসাড় হয়ে রয়ে যান, তাহলে দোষী ব্যক্তির কারাদণ্ড হবে। সেই ক্ষেত্রে সর্বনিম্ন সাজা হবে ২০ বছরের জেল। সর্বোচ্চ শাস্তি হতে পারে আমৃত্যু কারাদণ্ড।

বিএনএস ১০৩ (১) নম্বর ধারা: এই ধারায় মূলত খুনের শাস্তির কথা বলা হয়েছে। খুনের দোষ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড।

Next Article