কলকাতা: আরজি কর-কাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের নাকি পাঁচটা বিয়ে। প্রতিবেশীরাই সে কথা বলেছিলেন। তাঁদের কথায় “ছেলে একেবারেই ভাল নয়। তবে যা করত বাইরে করত। পাঁচটা বিয়ে করেছে। কেউ ছেড়ে চলে যাচ্ছে, কাউকে নিয়ে এসেছেন। এটাই গল্প।” এরই মধ্যে প্রকাশ্যে এল তৃতীয় পক্ষের শাশুড়ি ও শ্যালিকার বয়ান। যদিও, প্রয়াত হয়েছেন তৃতীয় পক্ষের স্ত্রী। অভিযুক্ত সম্বন্ধে কী বলছেন তৃতীয় পক্ষের শাশুড়ি?
জানা যাচ্ছে, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি অভিযুক্ত তৃতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন। মৃতের পরিবারের দাবি, অভিযুক্ত মদ খেয়ে মেয়েকে বেধড়ক মারধর করতেন। কালীঘাট থানায় অভিযোগ জানানোর পরও নাকি লাভ হয়নি। পুলিশে কাজ করেন, সেই প্রভাবশালী তত্ত্ব খাটিয়ে বারবার পার পেয়ে যেত অভিযুক্ত দাবি অভিযুক্তের শাশুড়ির। ফাঁসির চাইছেন তাঁরা।
তৃতীয় পক্ষের শাশুড়ি বলেন, “আমরা দেখে শুনে বিয়ে দিয়েছি। আমাদের বলেছিল পুলিশে কাজ করে। বিয়ের পর আমার মেয়েকে মেরেছিল মদ খেয়ে। আমি গিয়ে কালীঘাট থানায় ডায়রি করেছিলাম। তবে থানা কোনও পদক্ষেপ করেনি। তারপর থেকে যদিও মারেনি। মেয়েটা দীর্ঘদিন সহ্য করেছিল।” অপরদিকে শ্যালিকা বলেন, “মদ খেয়ে বোনের সঙ্গে অত্যাচার করত। আমরা অনেক বুঝিয়ে ছিলাম ওকে। আমাদের কোনও দিন ভয় দেখাইনি। আমরা ঘটনা শুনেছি। চাইছি ওর ফাঁসি হোক।”