RG Kar Case: ৫ তারিখ সুপ্রিম কোর্টে ‘ভাল’ কোনও রিপোর্ট দিতে চলছে CBI, জানালেন ডাক্তাররা
RG Kar Issue: বস্তুত, আজ প্রায় ২০ হাজার চিকিৎসক তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছিলেন। য়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তাঁরা। তারপর চার প্রতিনিধি দেখা করেন সিবিআই আধিকারিকদের সঙ্গে।
কলকাতা: আগামী ৫ই সেপ্টেম্বর আরজি করের ঘটনার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই দিন কি বড় কোনও তথ্য দিতে চলেছে সিবিআই? ইঙ্গিত কিন্তু তেমনটাই মিলছে চিকিৎসকদের কাছ থেকে। ডাক্তারদের দাবি, গোয়েন্দা আধিকারিকরা তাঁদের জানিয়েছেন ওই দিন শীর্ষ আদালতে ভাল কিছু রিপোর্ট জমা দিতে চলেছেন তাঁরা।
বস্তুত, আজ প্রায় ২০ হাজার চিকিৎসক তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছিলেন। য়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তাঁরা। তারপর চার প্রতিনিধি দেখা করেন সিবিআই আধিকারিকদের সঙ্গে। ডাক্তারদের দাবি তাঁরা একটি তালিকা গোয়েন্দাদের দিয়ে এসেছেন। কাদের দ্রুত তদন্তে ডাকা উচিত তাও মার্ক করে দিয়ে এসেছেন তারা।
এ দিন, সিজিও থেকে বেরনোর পর চিকিৎসকরা সংবাদমাধ্যমে জানান যে, সিবিআই-এর কাছ থেকে তাঁরা আশ্বাস পেয়েছেন, দ্রুত বিচার পাওয়া যাবে। সেই সূত্রে তাঁরা এটাও জানতে পেরেছেন, আগামী ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে ভাল কিছু রিপোর্ট জমা দিতে পারে কেন্দ্রীয় এজেন্সি। আন্দোলনরত চিকিৎসক বলেন, “সিবিআই আধিকারিকরা আমাদের আশ্বস্ত করেছেন। তাঁরা জানিয়েছেন যে তাঁরা নিজেদের বেস্টটুকু দিয়ে চেষ্টা করছেন। তাঁরা আশা রাখছেন দ্রুত একটা ভাল কিছু আমাদের দিতে পারবে।”