RG Kar Protest: প্রতিবাদে নেমে বিক্ষোভের মুখে সেলেবদের একাংশ, নিন্দা তৃণমূলের

TMC: মন্ত্রী শশী পাঁজাও বলেন, "এই প্রতিবাদ তো আমার প্রতিবাদ, তোমার প্রতিবাদ বলে ভাগ করা যায় না। প্রত্যেকের প্রতিবাদের অধিকার আছে।" শশী পাঁজার বক্তব্য, সকলে এটা করে না। এটা কারা করছে, চিহ্নিত করতে হবে। কারণ, সকলে এমন কাজ করেন না। যাঁরা করেন, কোন উদ্দেশ্য নিয়ে করেন সেটাও দেখা দরকার।

RG Kar Protest: প্রতিবাদে নেমে বিক্ষোভের মুখে সেলেবদের একাংশ, নিন্দা তৃণমূলের
ব্রাত্য বসু ও শশী পাঁজা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 5:15 PM

কলকাতা: আরজি করকাণ্ডের প্রতিবাদে পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। দাবি একটাই, নির্যাতিতার পরিবার যেন বিচার পায়, প্রকৃত দোষী যেন শাস্তি পায়। এই প্রতিবাদে নিয়মিত পথে নামছেন তারকারাও। বড়পর্দার কলাকুশলী থেকে ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় তো সোচ্চারই। তারকা তকমাকে সরিয়ে রেখে সাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে প্রতিবাদ করছেন তাঁরা। জাগছেন রাতও। তবে এই প্রতিবাদে নেমে কোথাও কোথাও প্রতিবাদের মুখেও পড়তে হচ্ছে তাঁদের। এই ধরনের ঘটনার নিন্দা করল তৃণমূল। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আমিও তো অল্পবিস্তর ওই পেশার সঙ্গে জড়িত। একজন অভিনেতাকে কেউ এভাবে অপমান করতে পারেন না। একজন সিনিয়র অ্যাক্টর প্রতিবাদ করতে গিয়েছেন, তাঁর মতো জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। তাঁকে এভাবে ঘিরে ধরে যদি অপমান করে তাহলে সমাজ থেকে যে সংবেদনশীলতা, সহানুভূতি সর্বত্র আশা করছি, তা এই ঘটনার সঙ্গে সঙ্গে কি ধ্বংস হয়ে যায় না?”

ব্রাত্য বসুর বক্তব্য, আরজি করের নির্যাতিতার প্রতি সম্পূর্ণ সহানুভূতি রয়েছে তাঁদের। ব্রাত্যের কথায়, “কিন্তু সেটা থেকে বিষয়টা ঘুরিয়ে দিতে সমাজে ভাগাভাগি করার যে চেষ্টা, তা কোনওভাবেই সমর্থন করা যায় না।” নারী ও শিশু বিকাশ কল্যাণ মন্ত্রী শশী পাঁজাও বলেন, “এই প্রতিবাদ তো আমার প্রতিবাদ, তোমার প্রতিবাদ বলে ভাগ করা যায় না। প্রত্যেকের প্রতিবাদের অধিকার আছে।” শশী পাঁজার বক্তব্য, সকলে এটা করে না। এটা কারা করছে, চিহ্নিত করতে হবে। কারণ, সকলে এমন কাজ করেন না। যাঁরা করেন, কোন উদ্দেশ্য নিয়ে করেন সেটাও দেখা দরকার।