RG Kar Protest: আন্দোলনকারীরা এবার ‘টার্গেট’? প্রথমে গাড়ি ‘ফলো’ করে, পরে কাচ ভেঙে হামলা এক্সাইড মোড়ে

Abdul Aziz | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 05, 2024 | 7:27 AM

Protest Rally: তাঁরা যখন গাড়ি থেকে নেমে জানতে চান, কী কারণে এই হামলা, তখন মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ। প্রথমে ময়দান থানায় যান আন্দোলনকারীরা, পরে শেক্সপিয়ার সরণি থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়।

RG Kar Protest: আন্দোলনকারীরা এবার টার্গেট? প্রথমে গাড়ি ফলো করে, পরে কাচ ভেঙে হামলা এক্সাইড মোড়ে
ভাঙা হয় গাড়ির কাচ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা : আরজি করে চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর প্রায় তিন মাস অতিক্রান্ত। তবে আন্দোলনের ঝাঁঝ কমেনি। ঘটনার প্রতিবাদে সোমবারও একাধিক কর্মসূচি ছিল কলকাতায়। সেই প্রতিবাদ কর্মসূচি থেকে ফেরার পথে হামলার শিকার হতে হল কয়েকজন মহিলাকে। গাড়ির কাচ ভেঙে দেওয়ার পর গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। প্রথমে ময়দান থানায় যান এবং পরে শেক্সপিয়র সরণি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তাঁরা।

সোমবার রাত প্রায় ১২টা নাগাদ এক্সাইড মোড়ের কাছে ঘটনাটি ঘটে। ‘দ্রোহের আলো’ কর্মসূচি শেষ হওয়ার পর রাসবিহারী থেকে এক্সাইড মোড়ের দিকে ফিরছিলেন কয়েকজন আন্দোলনকারী। অভিযোগ, ভাসান দিতে যাচ্ছিলেন, এমন কয়েকজন লোক আচমকা আন্দোলনকারীদের গাড়ি রাসবিহারী থেকে ‘ফলো’ করতে শুরু করেন। তাঁদের পিছন পিছন যেতে থাকেন। শেষে এক্সাইড মোড়ে গিয়ে গাড়ি আটকানো হয় বলে অভিযোগ।

আন্দোলনকারীদের দুটি গাড়ি ছিল। তার মধ্যে একটি গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের নিশানা করেই এই হামলা চালানো হয়েছে। আন্দোলনে সামিল হওয়া এক ব্যক্তি বলেন, “আমাদের টার্গেট করে আটকানো হয়। প্রথমে গাড়ি খোলার চেষ্টা করা হয়। ভিতরে তিনজন মহিলা ছিলেন। গাড়ির দরজা লক থাকায় খুলতে না পেরে কাচ ভাঙা হয়। মহিলা-পুরুষ নির্বিশেষ গায়ে হাত তোলা হয়।”

আন্দোলনকারীদের অভিযোগ, গাড়ি ফলো করে গিয়ে তাঁদের রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। তাঁরা যখন গাড়ি থেকে নেমে জানতে চান, কী কারণে এই হামলা, তখন মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ। প্রথমে ময়দান থানায় যান আন্দোলনকারীরা, পরে শেক্সপিয়ার সরণি থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়।

Next Article