Arjun Singh: উপনির্বাচনের আগের দিনই অর্জুনকে তলব সিআইডি-র, ‘তারিখ’ নিয়ে প্রশ্ন শুভেন্দুর

সুজয় পাল | Edited By: সঞ্জয় পাইকার

Nov 05, 2024 | 2:25 AM

Arjun Singh: রাজ্যের পাঁচ জেলার ৬ আসনে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। ৬টি আসনের মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটি। তাই, উপনির্বাচনের আগের দিন অর্জুনকে তলবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।

Arjun Singh: উপনির্বাচনের আগের দিনই অর্জুনকে তলব সিআইডি-র, তারিখ নিয়ে প্রশ্ন শুভেন্দুর
অর্জুন সিং (ফাইল ফোটো)

Follow Us

কলকাতা: রাজ্যের ৬ আসনে উপনির্বাচনের ঠিক আগের দিন বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করল সিআইডি। আগামী ১২ নভেম্বর তাঁকে ভবানী ভবনে সিআইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, ভাটপাড়া পৌরসভায় সাড়ে চার কোটি টাকার দুর্নীতির মামলায় তলব করা হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। সিআইডি অর্জুন সিংকে নোটিশ পাঠাতেই সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তলবের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

২০১০ সাল থেকে ২০১৯ সালের গোড়ার দিক পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। উনিশের লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যান। এরপরই ওই অর্জুনের আমলে পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠে। অভিযোগ, ভাটপাড়া পুরসভার নালা সংস্কারের নামে টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডার পায় অর্জুন ঘনিষ্ঠ একটি সংস্থা। কাজের জন্য টাকা দেওয়া হলেও কাজ হয়নি বলে অভিযোগ। এই মামলায় অর্জুনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিআইডি। ২০২১ সালে তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। তারপর তৃণমূলে ফিরে গিয়েছিলেন অর্জুন। চব্বিশের নির্বাচনের আগে ফের বিজেপিতে আসেন।

রাজ্যের পাঁচ জেলার ৬ আসনে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। ৬টি আসনের মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটি। তাই, উপনির্বাচনের আগের দিন অর্জুনকে তলবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করলেন শুভেন্দু। নৈহাটিতে তৃণমূল ভয় পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। রাজ্যের এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে তাঁর অভিযোগ।

এই খবরটিও পড়ুন

এক্স হ্যান্ডলে শুভেন্দু লেখেন, নোটিশে ৫ নভেম্বরের সই রয়েছে। সেখানে অর্জুন সিংয়ের কাছে নোটিশ পৌঁছে গেল ৪ নভেম্বর। রাজ্যের এজেন্সির এই পদক্ষেপের বিরুদ্ধে তাঁরা আদালতে যাবেন বলে জানান শুভেন্দু অধিকারী।

Next Article